টাঙ্গাই‌লের কা‌লিহাতী‌তে দ্রুতগতির একটি লরি উল্টে গিয়ে রেললাইনের পাশে পড়েছে। এ সময় লরির চালক মারুফ আহত হ‌য়েছেন। বৃহস্প‌তিবার (৩১ মার্চ) সকাল ৭টার দি‌কে ঢাকা-বঙ্গবন্ধু সেতু পূর্ব সড়‌কের ভাবলা এলাকার ৭ নং ব্রিজের কা‌ছে এ দুর্ঘটনা ঘ‌টে।

এ‌দি‌কে দুর্ঘটনা কব‌লিত লরিটি সরা‌তে মহাসড়‌কের এক পা‌শের লেন বন্ধ থাকায় ৬ কি‌লোমিটার এলাকায় যানজ‌টের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। 

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) শ‌ফিকুল ইসলাম জানান, মে‌হেরপুর থে‌কে ধানকাটার যন্ত্র বহনকারী ল‌রিটি সুনামগ‌ঞ্জের দি‌কে যা‌চ্ছিল। মহাসড়‌কের ৭ নং ব্রিজের কা‌ছে আস‌লে চলন্ত অবস্থায় লরিটি উল্টে রেললাই‌নের পা‌শে গি‌য়ে প‌ড়ে। এ সময় চা‌লক আহত হ‌য়। প‌রে দুর্ঘটনা কব‌লিত গাড়িটি রেললাই‌নের পাশ থে‌কে সরা‌নো হ‌য়ে‌ছে। 

অভিজিৎ ঘোষ/এসপি