করোনায় সচেতনতা তৈরির লক্ষ্যে র‌্যালি করা হয়

ফেনীর ছাগলনাইয়ায় বিএনসিসির র‌্যালি ও গণসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে করোনায় সচেতনতা তৈরির লক্ষ্যে র‌্যালি, জনসাধারণের মাঝে মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকালে ছাগলনাইয়া সরকারি কলেজ থেকে র‌্যালিটি শুরু হয়ে পৌর শহরের জিরো পয়েন্ট হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার কলেজে এসে শেষ হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনসিসি ময়নামতি রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লে. কর্নেল সালাহ উদ্দিন আল মুরাদ জি। এ কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন ছাগলনাইয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ মো. খলিলুর রহমান।

এতে আরও উপস্থিত ছিলেন ময়নমতি রেজিমেন্ট অ্যাডজুটেন্ট মেজর গোলাম সারোয়ার, রামগঞ্জ সরকারি কলেজ বিএনসিসির প্লাটুন কমান্ডার বিটিএফও মো. হাবিবুর রহমান, আলহাজ আবদুল হক চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ প্লাটুন কমান্ডার পিইউও রহমত উল্লাহ, ছাগলনাইয়া সরকারি কলেজ প্লাটুন কমান্ডার মোহাম্মদ পেয়ার আহমদ, ছাগলনাইয়া সরকারি পাইলট উচ্চবিদ্যালয় বিএনসিসি প্লাটুন কমান্ডার টিইউ মুহাম্মদ মোয়াজ্জেম হোসেন, এক্স ক্যাডেট আন্ডার অফিসার হোসাইন আরমানসহ সামরিক প্রশিক্ষক, সাংবাদিক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিভিন্ন কলেজের শতাধিক ক্যাডেট কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

রেজিমেন্ট কমান্ডার লে. কর্নেল সালাহ উদ্দিন আল মুরাদ জানান, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবী কার্যক্রমের অংশ হিসেবে বিএনসিসি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সারা দেশে এ কর্মসূচি পালন করা হচ্ছে। অতিমারি করোনা প্রতিরোধে গণসচেতনতা তৈরিই এ কার্যক্রমের মূল উদ্দেশ্য।

র‌্যালিতে করোনা প্রতিরোধে সচেতনতামূলক স্লোগান, সন্ত্রাস, ইভ-টিজিং, মাদকবিরোধী স্লোগান সংবলিত পেস্টুন শোভা পায়। র‌্যালি থেকে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, করোনা সচেতনতায় লিফলেট বিতরণ করা হয়।

হোসাইন আরমান/এনএ