জয়পুরহাটে ফজরের নামাজ শেষে রাস্তায় হাঁটার সময় একজন বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। সোমবার (০৪ এপ্রিল) ভোরে জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক সড়কের বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ওই বীর মুক্তিযোদ্ধার নাম হালিমুর রশিদ (৬৫)। তিনি শহরের হাউজিং এস্টেট এলাকায় বসবাস করতেন। তার গ্রামের বাড়ি  বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার খলিশ্বরে। তিনি পাঁচবিবি এলজিইডির সাবেক উপজেলা প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান ঢাকা পোস্টকে বলেন, মসজিদে ফজরের নামাজ আদায় শেষে হালিমুর রাস্তায় হাঁটছিলেন। কোনো এক সময় তিনি মোটরসাইকেলের ধাক্কায় অথবা রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন। তাকে রাস্তায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়ায় রেফার করলে হাসপাতাল চত্বরেই তার মৃত্যু হয়।

চম্পক কুমার/এসপি