লক্ষ্মীপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
লক্ষ্মীপুরে পুকুরের পানিতে ডুবে ইয়াসিন আরাফাত (৫) ও পিয়াম হোসেন (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৪ এপ্রিল) দুপুরে সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের মধ্যে চররমনী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
ইয়াসিন মধ্য চররমনী গ্রামের মো. শরীফের ছেলে ও পিয়াম একই এলাকার কামাল হোসেনের ছেলে।
বিজ্ঞাপন
স্থানীয়রা জানান, আরাফাত ও পিয়াম উঠানে খেলছিল। পরে স্বজনরা তাদেরকে উঠানে দেখতে না পেয়ে বাড়ির আশপাশে খুঁজতে শুরু করেন। তবে কোথাও তাদের পাওয়া যায়নি।
পরে দুপুর আড়াইটার দিকে পুকুরে নেমে সবাই খুঁজতে থাকে। এক পর্যায়ে ডুবন্ত অবস্থায় তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায় স্বজনরা।
বিজ্ঞাপন
সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আল-আমিন বলেন, শিশুদুটি পানিতে ডুবে মারা গেছে। স্বজনরা তাদেরকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে এসেছিলেন।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, ঘটনাটি আমি শুনিনি। কেউ আমাকে জানায়নি।
হাসান মাহমুদ শাকিল/আরআই