পঞ্চগড়ের বোদা উপজেলায় মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে আব্দুল্লাহ (৫০) নামের এক মাদরাসাশিক্ষকের মৃত্যু হয়েছে। এ সময় আর দুজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (৪ এপ্রিল) বিকেলে জেলার বোদা উপজেলাধীন বোদা-পাঁচপীর সড়কের বলরামহাট এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত আব্দুল্লাহ ও গুরুতর আহত অন্য দুই শিক্ষক আল-আমিন (৪৫) ও লিটন হোসেন (৪০) পশ্চিম তুলসী হাফেজিয়া মাদরাসার শিক্ষক।

জানা গেছে, মৃত আব্দুল্লাহ বাড়ি দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার বড় করিতপুর কামার পাড়া গ্রামে। তিনি বোদা উপজেলার পশ্চিম তুলসী হাফেজিয়া মাদরাসায় শিক্ষকতা করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার বিকেলে পশ্চিম তুলসী হাফেজিয়া মাদরাসার তিন শিক্ষক একটি মোটরসাইকেল যোগে বোদা-পাঁচপীর সড়কে বোদা উপজেলার বাজারে যাচ্ছিলেন। এ সময় তারা উপজেলার বলরামহাট এলাকায় গেলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা খায়।

এ সময় আব্দুল্লাহ নামে ওই শিক্ষক মাথা ও বুকে আঘাতপ্রাপ্ত হন এবং বাকি দুই শিক্ষক আহত হন। পরে খবর পেয়ে বোদা ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে বোদা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহকে মৃত ঘোষণা করেন।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী ওই মাদরাসাশিক্ষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

মো. রনি মিয়াজী/এনএ