সুন্দরবনের শুঁটকিতে রাজস্ব আয় ৪ কোটি ১৮ লাখ টাকা
বঙ্গোপসাগর সংলগ্ন সুন্দরবনের দুবলাসহ বিভিন্ন চরের উৎপাদিত শুঁটকি থেকে ৪ কোটি ১৮ লাখ ৬৯ হাজার টাকা আয় করেছে সরকার। যা গত বছরের চেয়ে প্রায় এক কোটি টাকা বেশি। তবে মৌসুমের শুরুতে কয়েক দফা ঝড় বৃষ্টিতে মাছ নষ্ট না হলে রাজস্বের পরিমাণ পাঁচ কোটি টাকা ছাড়িয়ে যেত বলে দাবি করেছেন সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন।
বন বিভাগ সূত্রে জানা যায়, এই মৌসুমে ৬ হাজার ৫০০ মেট্রিক টন শুঁটকি উৎপাদন হয়েছে। ১ নভেম্বর থেকে ৩১ মার্চ পর্যন্ত শুঁটকি আহরণে নিয়োজিত জেলে ও ব্যবসায়ীদের কাছ থেকে ৪ কোটি ১৮ লাখ ৬৯ টাকা রাজস্ব সংগ্রহ করেছে সুন্দরবন পূর্ব বন বিভাগ। ২০২০-২১ সালে এই রাজস্বের পরিমাণ ছিল ৩ কোটি ২০ লাখ টাকা।
বিজ্ঞাপন
এদিকে পাঁচ মাস সমুদ্রে মাছ আহরণের পর চরে শুঁটকি তৈরির কাজে নিয়োজিত জেলেরা বন বিভাগের বেঁধে দেওয়া সময় অনুযায়ী বৃহস্পতিবার (৩১ মার্চ) আনুষ্ঠানিকভাবে শুঁটকি আহরণ মৌসুম শেষ করেছেন।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, গত বছরের চেয়ে এবার শুঁটকির উৎপাদন যেমন বেশি হয়েছে, রাজস্বও তেমনি বেশি হয়েছে। ৩১ মার্চ পর্যন্ত আমরা ৪ কোটি ১৮ লাখ ৬৯ হাজারা টাকা রাজস্ব আদায় করেছি। যা গত বছরের তুলনায় প্রায় এক কোটি টাকা বেশি। আশা করি আগামীতেও রাজস্বের পরিমাণ বাড়বে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, প্রতিবছর নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগর সংলগ্ন দুবলা, আলোরকোল, মেহেরআলী চরসহ কয়েকটি চরে পলিথিন, কাঠ ও খড় দিয়ে অস্থায়ী তাবু করে বসবাস করেন জেলেরা। এই পাঁচ মাস প্রায় ১৫ হাজার জেলে সমুদ্র থেকে মাছ আহরণ করেন।
তানজীম আহমেদ/আরএআর