সিংড়া পৌরসভা

বিশ্বের সেরা ৩০টি নগরের তালিকায় নাটোরের সিংড়া পৌরসভা দ্বিতীয় অবস্থানে রয়েছে। জুয়াংজু ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড কমিটি এবার সিংড়া পৌরসভাকে ই-পরিবহন সার্ভিসের ব্যতিক্রমী ব্যবহারের কারণে ‘আন্তর্জাতিক নগর উন্নয়ন উদ্যোগ’ সম্মাননা প্রদানের জন্য নির্বাচিত করেছে।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ই-মেইলের মাধ্যমে সিংড়া পৌরসভাকে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। খবরটি নিশ্চিত করেছে সিংড়া পৌরসভায় জিআইজেডের ‘চলো’ গণপরিবহন সার্ভিসের কো-অর্ডিনেটর বিনায়ক চক্রবর্তী।

ই-পরিবহন সার্ভিসের ব্যতিক্রমী ব্যবহারের কারণে সিংড়া পৌরসভাকে সম্মাননা প্রদান সার্টিফিকেট

একটি নিরাপদ গণপরিবহন সেবা হিসেবে নাটোরের সিংড়া পৌরসভায় শুরু হয়েছিল জার্মানি দাতা সংস্থা জিআইজেড প্রদত্ত পরিবেশবান্ধব ই-রিকশা ও ই-অ্যাম্বুলেন্স সার্ভিস ‘চলো’। করোনাভাইরাসের শুরুতে সংক্রমণ রোধকল্পে বন্ধ হয় গণপরিবহন। ফলে সিংড়াতেও থেমে যায় গাড়ির চাকা। রোগী ও আক্রান্তদের হাসপাতালে আনা-নেওয়ার জন্য চালু ছিল শুধু সরকারি হাসপাতালের অ্যাম্বুলেন্স, কিন্ত চাহিদার তুলনায় তা অপ্রতুল।

মহামারির এই সময় যখন বিশ্বব্যাপী লকডাউনে বন্ধ গণপরিবহন, তখন করোনা-আক্রান্ত রোগী পরিবহন ও মানবিক খাদ্য সহায়তা বিতরণে ই-রিকশা ও অ্যাম্বুলেন্সকে মাঠে নামান সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস। নিরাপদ গণপরিবহন হিসেবে দেওয়া তিন ও চার চাকার গাড়িগুলো বাংলাদেশের একটি পৌর শহরে করোনাকালে সুরক্ষা ও মানবিক সংকটে কাজের প্রতিবেদন জার্মানির ‘টুমি টেলিভিশন’-এ প্রচারিত হলে তা নজরে আসে চীনের নগর উন্নয়ন নিয়ে কাজ করা সংগঠন জুয়াংজু ইন্টারন্যাশনাল আরবান ইনোভেশন টেকনিক্যাল কমিটির।

জানা যায়, আর্জেন্টিনা, কলাম্বিয়া, কোস্টারিকা, কিউবা, ডেনমার্ক, মিশর, ফ্রান্স, জার্মানি, ভারত, ইরান, ইসরাইল, জাপান, কোরিয়া, মেক্সিকো, মরক্কো, নেদারল্যান্ডস, পোল্যান্ড, সেনেগাল, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক ও সংযুক্ত আরব-আমিরাতের নগর উন্নয়নে নতুন উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছে বাংলাদেশের নাটোর জেলার সিংড়া পৌরসভার নাম। আরও খুশির খবর আর্জেন্টিনার পরেই দ্বিতীয় স্থানে বাংলাদেশের এই পৌরসভা।

প্রজেক্ট কো-অর্ডিনেটর বিনায়ক চক্রবর্তী বলেন, বাংলাদেশি মূল্যমান প্রায় ১ কোটি টাকা থেকে কেনা মোট ১২ অটোরিকশার মধ্যে ৬টি চার চাকার গাড়ি আর বাকি ৬টি তিন চাকার গাড়ি নিয়ে ২০১৯ সালের নভেম্বরে চালু হয় ‘চলো’ সার্ভিস। চার চাকার ৪টি গাড়িতে ৮টি সিট রয়েছে। প্রতিটি গাড়ির মূল্য প্রায় সাড়ে ৩ লাখ টাকা। অপর ২টি চার চাকার গাড়ির প্রতিটির মূল্য ২ লাখ ৮৫ হাজার টাকা।

তিনি আরও বলেন, অপরদিকে বাকি ৬টি তিন চাকার গাড়ির মধ্যে ৩টির প্রতিটির মূল্য ১ লাখ ৭০ হাজার টাকা এবং অপর তিনটির প্রতিটির মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা। ১২টি গাড়ির মধ্যে চার চাকার দুইটি গাড়িকে অ্যাম্বুলেন্স হিসেবে আর বাকি ১০টি পাবলিক পরিবহন হিসেবে পৌর এলাকায় যাত্রীসেবায় নিয়োজিত ছিল। গাড়িগুলোর প্রতিটিতে উন্নত মানের ব্যাটারি ও মোটর রয়েছে।

শব্দহীনভাবে চলা পরিবেশবান্ধব ই-রিকশা পৌরসভার জরুরী কাজে নিয়োজিত

বিনায়ক চক্রবর্তী বলেন, গাড়িগুলো চার্জ দেওয়ার জন্য পৌরসভার পাশেই নির্মাণ করা হয় চার্জিং স্টেশন। প্রায় শব্দহীনভাবে চলে গাড়িগুলো। কোনো ধোয়া নিঃসরণ হয় না এবং ব্যাটারি পুনর্ব্যবহারযোগ্য হওয়ায় পরিবেশবান্ধব ও জলবায়ু সহায়ক।

জুয়াংজু ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড কমিটি আন্তর্জাতিক এ স্বীকৃতির সঙ্গে পাঠিয়েছে ৪১ পৃষ্ঠার একটি তথ্যবিবরণী। বিবরণী সূত্রে জানা যায়, টেকনিক্যাল কমিটির নিকট গত নভেম্বরে বিশ্বের ৬০ দেশের ১৭৫ নগরের ২৭৩টি ‘উন্নয়ন উদ্যোগ প্রস্তাবনা’র নাম ছিল।

এরমধ্যে ১৫৮ নগরের ৫৫টি উদ্যোগ প্রস্তাবনা গৃহীত হয়। ১৫৮ নগরের মধ্যে ৪৫ নগর চূড়ান্তভাবে নির্বাচিত হয়। এরমধ্যে ১৫টি নগর ‘শর্টলিস্টেড’ ও বাকি ৩০ নগরকে ‘ডিজার্ভিং’ হিসেবে এই সম্মাননা দেয়া হল।

সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস বলেন, ই-পরিবহন সার্ভিসের মাধ্যমে করোনাকালে সুরক্ষা ও লকডাউনে ঘরে ঘরে মানবিক খাদ্য সহায়তা পৌঁছে দিয়ে আজ আন্তর্জাতিকভাবে যে স্বীকৃতি অর্জিত হল, তা সিংড়া পৌরবাসীকে উৎসর্গ করছি। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি সিংড়াবাসীর জন্য উন্নত ও আধুনিক নাগরিক সেবা নিশ্চিতে বরাবরের মতো এ ক্ষেত্রেও সহযোগিতা করেছেন।

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ঢাকা পোস্টকে বলেন, বিরল এই সম্মাননা করোনাযুদ্ধের স্বেচ্ছাসেবকদের উৎসর্গ করছি। ভবিষ্যতে আমার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। আন্তর্জাতিকভাবে বাংলাদেশের একমাত্র পৌরসভা হিসেবে এ স্বীকৃতি মেলায় উল্লাস প্রকাশ করেছে সিংড়াবাসী।

তাপস কুমার/এমএসআর