নিখোঁজের তিনদিন পর মিলল স্কুলশিক্ষকের ঝুলন্ত লাশ
মুন্সিগঞ্জের ম্যাপ
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় নিখোঁজের তিন দিন পর ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুর রাজ্জাকের (৫৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে ইছাপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন হাওলাদারের বাড়ির উত্তর পাশের পরিত্যক্ত কোয়ার্টারের ভেতরের একটি টিনের ঘর থেকে মরদেহটি উদ্ধার করার হয়।
প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের কারণে তিনি আত্মহত্যা করতে পারে।
বিজ্ঞাপন
নিহত আব্দুর রাজ্জাক বরগুনার বামনা উপজেলার খুচনিচরা গ্রামের মোহাম্মদ আব্দুর জব্বারের ছেলে। তিনি ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে দীর্ঘ ২৯ বছর সিনিয়র সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১২টার দিকে ইছাপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন হাওলাদারের বাড়ির উত্তর পাশে অবস্থিত পরিত্যক্ত কোয়ার্টারের দোচালা ঘরের পাশে এলাকার কতিপয় পালকিওয়ালা পালকি রাখার জন্য গেলে তারা ঝুলন্ত মরদেহটি দেখতে পান। পরে বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বিজ্ঞাপন
এর আগে গত ১০ ফেব্রুয়ারি সকালে হাঁটতে বেরিয়ে নিখোঁজ হন শিক্ষক আব্দুর রাজ্জাক।
ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিন জানান, তিনি আমাদের বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ছিল।
সিরাজদিখান থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জালাল উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তর জন্য মর্গে পাঠোনো হয়েছে।
ব.ম শামীম/আরএআর