উপসহকারী প্রকৌশলীকে মারধর যুবলীগ নেতার
উপসহকারী প্রকৌশলী মো. সমশের আলী
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের টিউবওয়েল স্থাপনে নিম্নমানের কাজের প্রতিবাদ করায় ফেনী সদর উপজেলার উপসহকারী প্রকৌশলী মো. সমশের আলীকে মারধর করেছেন ঠিকাদার হুমায়ুন কবীর ও তার সহযোগীরা। ঠিকাদার হুমায়ুন যুবলীগ নেতা।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে ঠিকাদারসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় ফেনী মডেল থানায় চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
বিজ্ঞাপন
জানা গেছে, ফেনী সদর উপজেলার ভূমি অফিসে টিউবওয়েল স্থাপনের কাজ পান জেলা যুবলীগের সহ-সম্পাদক ঠিকাদার হুমায়ুন কবীর। কাজ নিম্নমানের হওয়ার খবর পেয়ে বৃহস্পতিবার রাতে সরেজমিনে তদন্তে যান সদর উপজেলা উপসহকারী প্রকৌশলী মো. সমশের আলী।
প্রকৌশলী ঘটনাস্থলে গিয়ে ঠিকাদারকে সঠিকভাবে কাজ করার কথা বললে অকথ্য ভাষায় গালমন্দ করে মারধর করেন যুবলীগ নেতা হুমায়ুন ও তার সহযোগীরা। এ সময় ভূমি অফিসের লোকজনের সহায়তায় ঠিকাদার হুমায়ুন কবীর, জিলানী ও দেলোয়ারকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
বিজ্ঞাপন
পরে আহত অবস্থায় সমশের আলীকে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ফেনী মডেল থানায় মামলা করেন তিনি।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, এ ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ফেনী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মোসলেহ উদ্দিন রায়হান বলেন, মারধরের ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ফেনীতে প্রায় সাড়ে ৩৬ কোটি টাকা ব্যয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের টিউবওয়েল স্থাপন প্রকল্পের কাজ চলছে। চার হাজার ৫২৮টির মধ্যে ইতোমধ্যে দুই হাজার ৩১৪টি নলকূপের কাজ শেষ হয়েছে ইতোমধ্যে। গত ৯ ফেব্রুয়ারি ফেনী সদর ভূমি অফিসে টিউবওয়েল স্থাপনের কাজ শুরু করেছিলেন টিকাদার হুমায়ুন কবীর।
হোসাইন আরমান/এএম