নোয়াখালীর চাটখিলে বিএনপির দুু’গ্রপের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। এ সময় ভাঙচুর করা হয় উপজেলা দলীয় কার্যালয়। শনিবার (১৯ ডিসেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন-ছাত্রদল নেতা রুপক, মোহন, রুবেল, নুর মোহাম্মদ। বাকিদের নাম জানা যায় নি।

জানা গেছে, শনিবার বিকেলে জেলা স্বেচ্ছাসেবক দলের তথ্য সংগ্রহ কর্মসূচি হয়। এ উপলক্ষে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ, সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর আলম এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ বেশ বয়েকজন নেতা দলের উপজেলা কার্যালয়ে উপস্থিত হন। 

এ সময় কেন্দ্রীয় বিএনপির সদস্য মামুনুর রশিদের গ্রুপের লোকজন হামলা করে কর্মসূচি পণ্ড করে দেয় এবং দু’গ্রুপের সংঘর্ষ হয়। এ সময় উভয় গ্রুপের ১০জন আহত হয়। ভাঙচুর করা হয় উপজেলা দলীয় কার্যালয়।
সন্ধ্যায় মামুন গ্রুপ উপজেলা কার্যালয় নিজেদের দখলে নিয়ে তালা দিয়ে দেয়। এ নিয়ে পৌর বাজারে উত্তেজনা বিরাজ করেছে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম সংঘর্ষের কথা স্বীকার করে বলছেন, এ ঘটনায় এক পক্ষ মামলা করেছে।

এসপি