খুলনায় ২ লাখ ৮২ হাজার টাকার জালনোটসহ গ্রেপ্তার ৩
খুলনায় পৌনে ৩ লাখ টাকার জালনোটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার (১১ এপ্রিল) দুপুরে মহানগরীর মির্জাপুর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে খুলনা সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
তারা হলেন- বাগেরহাট কচুয়ার মকসুদ মোল্লার ছেলে মো. সাঈদ (৩৭), সিলেটের কোম্পানীগঞ্জের বাসিন্দা আব্দুল বারেকের ছেলে মো. জমির উদ্দিন (৩৯) এবং মৌলভীবাজার কুলাউড়া ইসলামাবাদ বন বিভাগ অফিসের সামনের বাসিন্দা মো. ইসলাম মিয়ার ছেলে মো. সানি আহম্মেদ (৩০)।
বিজ্ঞাপন
খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার ডেপুটি কমিশনার (ডিসি) বিএম নুরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কাছে ২ লাখ ৮২ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে ঈদ মার্কেটে এসব জাল নোট ছাড়ার টার্গেট ছিল তাদের।
পুলিশ ও স্থানীয়রা জানায়, খুলনা মহানগরীর ১৯ নং মির্জাপুর রোডের একটি বাড়ি ভাড়া নিয়ে বাগেরহাটের বাসিন্দা মো. সাঈদ বসবাস করতো। তার বাসায় অভিযান চালিয়ে তাকে ও তার দুই সহযোগী মো. জমির উদ্দিন ও মো. সানি আহম্মেদকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ২ লাখ ৮২ হাজার টাকার জাল নোট জব্দ করা হয়েছে।
ঈদ মার্কেটকে টার্গেট করে তারা জালনোট ছাড়ার পরিকল্পনা নিয়েছিল। জনসমাগম ও ভীড় দেখে সেখানেই অল্প টাকার মালামাল কিনে এক হাজার টাকার নোট দিত, এভাবেই বিনিময় করে বাজারে জাল টাকা ছাড়ত তারা।
কেএমপি সূত্রে জানান যায়, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে খুলনা মহানগরসহ দেশের বিভিন্ন এলাকায় অবৈধ জাল টাকার ব্যবসা করে আসছে। এর মধ্যে মো. জমির উদ্দিনের বিরুদ্ধে ৩টি মামলা এবং মো. সাইদের বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে।
মোহাম্মদ মিলন/আরআই