ঈদ উপহার নিয়ে চর খিদিরপুরে ফিজিওথেরাপিস্ট মায়া
ভারতীয় সীমান্ত ঘেঁষা রাজশাহীর চরখিদিরপুরের শিশুদের জন্য ঈদ উপহার নিয়ে এলেন মহসিনা মায়া। রোববার (১০ এপ্রিল) দুর্গম পদ্মার চর পায়ে হেঁটে উপহার নিয়ে পৌঁছান তিনি।
পেশায় ফিজিওথেরাপিস্ট মায়া কর্মসূত্রে ঢাকায় থাকেন। তার গ্রামের বাড়ি দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজারে। দীর্ঘদিন ধরেই নিজ উদ্যোগে নানান সামাজিক কার্যক্রম চালান তিনি।
বিজ্ঞাপন
মহসিনা মায়া জানান, তিনি মূলত প্রান্তিক দুস্থ বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও প্রতিবন্ধীদের চিকিৎসা এবং খাদ্য সহায়তা দেন। এছাড়াও অসহায় নারী ও পুরুষদের সাবলম্বী করতে কাজ করেছেন।
শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিও থাকে। প্রতি ঈদে ঈদ উপহার পৌঁছে দেন। ছিন্নমূল জনগোষ্ঠির জন্য ইফতার ও সেহরী কার্যক্রমও চলছে। দুস্থ ও অসহায় মানুষের জন্য কোরবানির কর্মসূচিও থাকছে। আর এসব কাজ তিনি নিজ উদ্যোগেই বাস্তবায়ন করেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, বিভিন্ন সময় তিনি সহায়তা নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে ছুটে যান। এবার এলেন রাজশাহীর দুর্গম পদ্মার চর খিদিরপুরে। তেজালো সূর্য্য মাথায় নিয়ে দীর্ঘ পদ্মার চর পাড়ি দিয়েছেন পায়ে হেটেঁ।
কোনো ঘোষণা ছাড়াই ঈদ উপহার ও চকলেক নিয়ে হাজির হন সেখানে। তাতে খুশির বন্যা বয়ে যায় প্রান্তিক এ শিশুদের মাঝে। চরের মানুষের মুখে হাসি ফোটাতে পেরে খুশি মহসিনা মায়া। তিনি জানান, সেখানে শিক্ষা এবং চিকিৎসা ব্যবস্থা অনেকটাই অপ্রতুল। একটি প্রাথমিক বিদ্যালয় ও এতিমখানা রয়েছে সেখানে। প্রাথমিকের পর বন্ধ হয়ে যায় শিশুদের পড়ালেখা। বেড়ে যায় বাল্যবিবাহের হার ও শিশুশ্রম। এটি আমাদের সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকর।
কেবল শিশুদের জন্য নয়, চরখিদিরপুরের বৃদ্ধদের জন্য কিছু করতে জান মায়া। শিগগিরই সেখানে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করতে চান তিনি।
ফেরদৌস সিদ্দিকী/এমএএস