বেশি দামে তেল বিক্রি, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সয়াবিন তেল বিক্রি করায় মেসার্স জয় রাম ভান্ডারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শাখা।
মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার বাণিজ্যিক শহর চৌমুহনীর দক্ষিণ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়। এ সময় বেগমগঞ্জ মডেল থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
জানা গেছে, রমজানে বাজার তদারকি, নিয়ন্ত্রণ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা শাখা।
বিজ্ঞাপন
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালী শাখার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া।
তিনি ঢাকা পোস্টকে বলেন, বেশি দামে সয়াবিন তেল বিক্রির অপরাধে মেসার্স জয় রাম ভান্ডারকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। এ ছাড়া জরিমানার পাশাপাশি তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
হাসিব আল আমিন/আরআই