লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন মানিককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ভয়ে তিনি ইউপি কার্যালয়ে যেতে পারছেন না।

বুধবার (১৩ এপ্রিল) ইউনিয়নের ঘোড়ারবাগ এলাকায় নিজ বাড়ির আঙিনায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে সালাহ উদ্দিন মানিক জানান, ফেসবুক সম্পর্কে তার ধারণা খুবই কম। বাড়ির পাশের এক চাচাতো ভাই তাকে একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলে দেয়। ফেসবুকের পাসওয়ার্ডও তার জানা নেই। ২৯ মার্চ কে বা কারা তার ফেসবুক হ্যাক করে প্রধানমন্ত্রীকে কটূক্তি করে একটি স্ট্যাটাস দেয়। কেউ একজন মুঠোফোনে বিষয়টি জানালে সঙ্গে সঙ্গে তিনি তা ডিলিট করান। পরপরই তিনি নিজেই চন্দ্রগঞ্জ থানায় গিয়ে সাধারণ ডায়েরি করেন। তার মোবাইলটি এখনো পুলিশ হেফাজতে রয়েছে।

লিখিত বক্তব্যে আরও জানান, এ নিয়ে কুশাখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন তার লোকজন দিয়ে অপপ্রচার চালাচ্ছেন। ইউপি কার্যালয়ে গেলে তাকে (মানিক) হত্যা করা হবে বলে হুমকি দিচ্ছেন। এ ভয়ে কয়েক দিন তিনি কার্যালয়ে যেতে পারছেন না। এতে পরিষদের কার্যক্রম ব্যাহত হচ্ছে। ইউপি কার্যালয়ের সামনে লাল দাগ দিয়ে তার ব্যাঙ্গাত্মক ছবিসহ ব্যানার ঝুলিয়ে রাখা হয়েছে।

বক্তব্য জানতে সাবেক চেয়ারম্যান নুরুল আমিনকে কল দিলে তিনি ব্যস্ত আছেন ও পরে কল করতে বলে কেটে দেন। কিন্তু পরে একাধিকবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, মানিক চেয়ারম্যানকে হত্যার হুমকির বিষয়টি জানা নেই। তার ফেসবুক আইডি হ্যাক হয়েছে বলে তিনি একটি জিডি করেছেন। ঘটনাটি সিআইডি সাইবার ক্রাইমে তদন্ত চলছে। তিনি চাচ্ছেন রহস্যটি উদঘাটন হোক। তাকে অভিযুক্ত করে ইউনিয়ন আওয়ামী লীগ থেকে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, মানিক কুশাখালী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি। ২০০২ থেকে টানা ১০ বছর তিনি চেয়ারম্যান ছিলেন। গেল ২৬ ডিসেম্বর ইউপি নির্বাচনে তিনি পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হন। বিএনপি সমর্থিত এ চেয়ারম্যানের সঙ্গে নৌকা প্রতীকের প্রার্থী সাবেক চেয়ারম্যান নুরুল আমিনসহ ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

হাসান মাহমুদ শাকিল/এনএ