ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বাসস্ট্যান্ডের বিভিন্ন যানবাহন থেকে চাঁদা তোলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন চারজন।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার চৌগাছা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

নিহতরা পৌরসভা এলাকার ফিরোজ মন্ডলের ছেলে জীবন হোসেন (২০) ও আবু তালেবের ছেলে আক্তার হোসেন (২১)। তবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈন উদ্দিন জানান, পৌরসভার টোল আদায়কে কেন্দ্র করে গতকাল রাত থেকেই শহরে উত্তেজনা চলে আসছিল। তারই জের ধরে আজ সকালে এ ঘটনা ঘটেছে।

তিনি জানান, পৌর এলাকায় আগে যারা টোল আদায় করত, তাদের এবার টোল আদায় না করার কথা ছিল। কিন্তু গতকাল রাতে পৌর মেয়র আগের যারা টোল আদায় করতেন, তাদেরকেই ইজারা দেন। এতে এ সংঘর্ষের সৃষ্টি হয়।

ওসি আরও জানান, এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহত দুজনই আওয়ামী লীগের সদস্য। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেননি ওসি।

আব্দুল্লাহ আল মামুন/এনএ