যাত্রীবাহী একটি ট্রেনে তল্লাশি চালিয়ে হেরোইনসহ এক নারীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় তার কাছ থেকে ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা।

আটক কহিনুর বেগম (৩৪) দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার বাসিন্দা। দিনাজপুরের বিরামপুর রেলওয়ে স্টেশনে যাত্রীবাহী একটি ট্রেন থেকে তাকে আটক করা হয়।

শুক্রবার (১৫ এপ্রিল) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিরামপুর রেলওয়ে স্টেশনে যাত্রীবাহী একটি ট্রেন তল্লাশি করা হয়। এ সময় সন্দেহভাজন এক নারী যাত্রীকে তল্লাশি করলে তার কাছ থেকে ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নারী দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসার সঙ্গে নিজের সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

মাদক নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে পার্বতীপুর রেলওয়ে থানায় র‍্যাব বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি জড়িত অন্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধেও গোপন অনুসন্ধান চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাটি। 

ফরহাদুজ্জামান ফারুক/আরআই