ক্যান্সার বা অন্য কোনো জটিল রোগে আক্রান্তদের জন্য রক্ত দিয়ে পাশে থেকেছে কক্সবাজার ব্লাড ডোনেটিং ক্লাব। গত পাঁচ বছরে অসহায় রোগীদের প্রায় ১ লাখ ১৩ হাজার ব্যাগ রক্তদান করেছেন এ সংগঠনের সদস্যরা।

এছাড়াও লকডাউন চলাকালে অসহায় সুবিধাবঞ্চিতদের মাঝে খাবার সামগ্রী উপহার, আর্থিক সহায়তা, রক্তদানভিত্তিক অ্যাপস সেবা চালুসহ রক্তদানে উৎসাহ দিতে নানা কর্মসূচি পালন করা হয়েছে।

শুক্রবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় শহরের বাস-টার্মিনাল এলাকায় পঞ্চম বর্ষপূর্তি ও ইফতার পার্টিতে এসব তথ্য জানান সংগঠনটির কর্মকর্তারা। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান।

তিনি বলেন, মানুষকে ভালোবেসে যত কাজ করা যায়, তার অন্যতম হলো রক্তদান। অন্যকে রক্ত দেওয়ার মাধ্যমে যেমন তার জীবন বাঁচানো যায়, তেমনি রক্তদান করলে রক্তদাতার নিজের শরীরেরও উপকার হয়। এছাড়া অসহায় মানুষের পাশে থাকা পুণ্যের কাজ।

কক্সবাজার ব্লাড ডোনেটিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ আব্দুল হালিমের সভাপতিত্বে ও শামসুল আলম শ্রাবণের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আশিকুর রহমান, সিনিয়র আইনজীবী আবু হেনা মোস্তফা কামাল, ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি সাইদুল ফরহাদ, সদর হাসপাতাল ব্লাড ব্যাংকের ইনচার্জ আবু তাহের টিপু, হেলাল উদ্দিন, সোহেল রানা ও নুরুল হক প্রমুখ।

এমএইচএস