হাত-পায়ে গ্লাভস ব্যবহার না করেই তৈরি করা হচ্ছিল সেমাই
নওগাঁয় হাত-পায়ে গ্লাভস ব্যবহার না করে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি ও প্যাকেটের গায়ে মেয়াদ না থাকায় দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৮ এপ্রিল) দুপুরে সদর উপজেলার আনন্দনগর ও আরজি-নওগাঁ বাজারে অভিযান চালিয়ে জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নওগাঁ কার্যালয়ের সহকারী পরিচালক মো. শামীম হোসেন।
তিনি বলেন, ঈদকে সামনে রেখে মাসুদ সেমাই কারখানা ও আজাদ অ্যান্ড ব্রাদার্স ফ্যাক্টরিতে হাত-পায়ে গ্লাভস ব্যবহার না করে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি করে বিভিন্ন স্থানে বাজারজাত করা হচ্ছিল। পরে সেখানে অভিযান চালিয়ে আনন্দনগরের মাসুদ সেমাই কারখানাকে ১৫ হাজার টাকা এবং আরজি নওগাঁয় আজাদ অ্যান্ড ব্রাদার্স সেমাই কারখানাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বিজ্ঞাপন
শামীম হোসেন বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সেমাই কারখানা দুটি সাময়িকভাবে একদিনের জন্য বন্ধ রাখা হয়েছে। হাত এবং পায়ে গ্লাভস ব্যবহার না করলে তারা কারখানা চালু করতে পারবে না বলেও তিনি জানান।
অভিযানে নিরাপদ খাদ্য কর্মকর্তা চিন্ময় প্রামানিক ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
দেলোয়ার হোসেন/আরএআর