ফাইল ছবি 

কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারার বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে পুরুষ সিংহ সম্রাটের কামড়ে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন থাকাবস্থায় শেষ পর্যন্ত মারাই গেল সিংহী নদী। 

শুক্রবার (২২ এপ্রিল) সকাল ৬টার দিকে পার্কের বেষ্টনীতে সিংহী নদী মারা যায়। এ ঘটনায় পার্কের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক মো. মাজহারুল ইসলাম চকরিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। 

জানা গেছে, গত ১৯ ফেব্রুয়ারি সঙ্গনিরোধকালে সিংহী নদীকে কামড়ে দেয় পুরুষ সিংহ সম্রাট। এতে নদীর গলায় আঘাত লাগে। এরপর থেকে নদীর গলার ক্ষতস্থান থেকে অনবরত পানি ঝরতে থাকে। পরে নদীর চিকিৎসায় দুটি মেডিকেল বোর্ড গঠনসহ বিশেষজ্ঞ একাধিক ডাক্তারের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হয়। শেষ পর্যন্ত নদীকে বাঁচানো গেল না।

বঙ্গবন্ধু সাফারি পার্কের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক মো. মাজহারুল ইসলাম বলেন, সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে পার্কের বেষ্টনীতে শুক্রবার সকাল ৬টার দিকে স্ত্রী সিংহ নদী মারা যায়। এ ঘটনায় থানায় একটি জিডি করা হয়েছে। 

সাইদুল ফরহাদ/আরএআর