নবনির্বাচিত মেয়র ইমরুল হক

প্রায় দুই যুগ একাধারে রাজশাহীর তানোর পৌরসভার মেয়র ছিলেন বিএনপি নেতারা। তাদের সেই দুর্গ এবার দখলে নিল আওয়ামী লীগ। রোববার (১৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে প্রথমবারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন তানোর পৌর আওয়ামী লীগের সভাপতি ইমরুল হক।

তিনি বর্তমান মেয়র ও বিএনপি নেতা মিজানুর রহমান মিজানকে হারিয়েছেন। ইমরুল হকের বাক্সে পড়েছে ১২ হাজার ৬৩২ ভোট।  গত নির্বাচনে নৌকা প্রতীকে মিজানের কাছে মাত্র ১৩ ভোটে পরাজিত হয়েছিলেন ইমরুল। 

এবারের নির্বাচনে ধানের শীষ প্রতীকে মিজানুর রহমান পেয়েছেন ৭ হাজার ২১৭ ভোট। এছাড়া বিএনপির বিদ্রোহী প্রার্থী আবদুল মালেক নারিকেল গাছ প্রতীকে পেয়েছেন ২৪৫ ভোট।

ভোট গণনা শেষে রাতে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো নৌকা প্রতীকের প্রার্থী ইমরুল হককে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।

এই পৌরসভায় মেয়র পদে তিনজন প্রার্থী ছাড়াও সাধারণ কাউন্সিলর পদে ৩৫ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৪ জন প্রার্থী ছিলেন। পৌরসভায় মোট ভোটার ছিলেন ২৪ হাজার ৬৭৩ জন। এখানকার ১৩টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়। এখানে বৈধ ভোট ২০ হাজার ৯৪টি।  বাতিল হয়েছে ২৯৫টি ভোট।

প্রসঙ্গত, গত বছরের ২৮ ডিসেম্বর প্রথম ধাপে দেশের ২৪টি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর দ্বিতীয় ধাপে চলতি বছরের ১৬ জানুয়ারি ৬১ পৌরসভায় ও তৃতীয় ধাপে ৬২ পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সর্বশেষ রোববার (১৪ ফেব্রুয়ারি) চতুর্থ ধাপে ৫৫টি পৌরসভায় নির্বাচন হয়। আগামী ২৮ ফেব্রুয়ারি পঞ্চম ধাপে দেশের ৩১টি পৌরসভায় নির্বাচন হবে।

তৃতীয় ধাপে আওয়ামী লীগের ৬৯ জন, বিএনপির ৯ জন ও স্বতন্ত্র ২৫ জন প্রার্থী মেয়র পদে বিজয়ী হয়েছেন। দলীয় প্রতীকে এ নির্বাচনে মেয়র পদে তৃতীয় ধাপে আওয়ামী লীগের ৪৬ জন, বিএনপির তিন ও স্বতন্ত্র ১৪ জন বিজয়ী হন।

দ্বিতীয় ধাপে আওয়ামী লীগের ৪৫ জন, বিএনপির চারজন, জাতীয় পার্টির একজন, জাসদের একজন ও আটজন স্বতন্ত্র প্রার্থী মেয়র পদে বিজয়ী হন।

প্রথম ধাপে আওয়ামী লীগের নৌকার প্রার্থীদের মধ্যে ১৮ জন, বিএনপির ধানের শীষের দুইজন এবং তিনজন স্বতন্ত্র প্রার্থী মেয়র পদে বিজয়ী হন।

ফেরদৌস সিদ্দিকী/আরএআর