বা‌জিতপুরের মো. আনোয়ার হো‌সেন, হো‌সেনপু‌রের মো. আবদুল কাইয়ুম খোকন ও ক‌রিমগঞ্জের হাজী মো. মুস‌লেহ উদ্দিন (বাম থেকে)

চতুর্থ ধাপে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে কিশোরগঞ্জের তিন পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থীরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। রোববার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে জেলার বাজিতপুর, করিমগঞ্জ ও হোসেনপুর পৌরসভায় বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রাতে কেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।  

জেলার এ তিন পৌরসভার মধ্যে বাজিতপুর পৌরসভায় প্রথমবারের মতো ইভিএম এবং করিমগঞ্জ ও হোসেনপুর পৌরসভায় ব্যালটে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

বা‌জিতপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আনোয়ার হো‌সেন নৌকা প্রতীকে ১৪ হাজার ৬২৭ ভোট পেয়ে বেসরকারিভাবে ‌মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী এহসান কু‌ফিয়া ধানের শীষ প্রতীকে পে‌য়ে‌ছেন মাত্র ৬৯৭ ভোট।

হো‌সেনপু‌র পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আবদুল কাইয়ুম খোকন নৌকা প্রতীকে ৭ হাজার ৫১৫ ভোট পেয়ে বেসরকারিভাবে ‌মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. সৈয়দ হো‌সেন (খেজুর গাছ) পে‌য়ে‌ছেন ৪ হাজার ৪৫১ ভোট।

অপরদিকে ক‌রিমগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাজী মো. মুস‌লেহ উদ্দিন নৌকা প্রতীকে ১০ হাজার ৫০৬ ভোট পেয়ে বেসরকারিভাবে ‌মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএন‌পির প্রার্থী আব্দুল্লাহ আল মাসুদ (সুমন) ধানের শীষ প্রতীকে পে‌য়ে‌ছেন ৫ হাজার ৫১ ভোট।

নির্বাচন চলাকালে দুপুর ১টার দিকে বাজিতপুর পৌরসভায় বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মো. এহসান কুফিয়া অভিযোগ করেন, ১২টি কেন্দ্রে বিএনপির এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি। ইভিএমের ভোটের নিয়ন্ত্রণ আওয়ামী লীগের লোকজন নিয়ে নিয়েছেন। এসব অনিয়মের অভিযোগ এনে তিনি নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

প্রসঙ্গত, গত বছরের ২৮ ডিসেম্বর প্রথম ধাপে দেশের ২৪টি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর দ্বিতীয় ধাপে চলতি বছরের ১৬ জানুয়ারি ৬১ পৌরসভায় ও তৃতীয় ধাপে ৬২ পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সর্বশেষ রোববার (১৪ ফেব্রুয়ারি) চতুর্থ ধাপে ৫৫টি পৌরসভায় নির্বাচন হয়। আগামী ২৮ ফেব্রুয়ারি পঞ্চম ধাপে দেশের ৩১টি পৌরসভায় নির্বাচন হবে।

তৃতীয় ধাপে আওয়ামী লীগের ৬৯ জন, বিএনপির ৯ জন ও স্বতন্ত্র ২৫ জন প্রার্থী মেয়র পদে বিজয়ী হয়েছেন। দলীয় প্রতীকে এ নির্বাচনে মেয়র পদে তৃতীয় ধাপে আওয়ামী লীগের ৪৬ জন, বিএনপির তিন ও স্বতন্ত্র ১৪ জন বিজয়ী হন।

দ্বিতীয় ধাপে আওয়ামী লীগের ৪৫ জন, বিএনপির চারজন, জাতীয় পার্টির একজন, জাসদের একজন ও আটজন স্বতন্ত্র প্রার্থী মেয়র পদে বিজয়ী হন।

প্রথম ধাপে আওয়ামী লীগের নৌকার প্রার্থীদের মধ্যে ১৮ জন, বিএনপির ধানের শীষের দুইজন এবং তিনজন স্বতন্ত্র প্রার্থী মেয়র পদে বিজয়ী হন।

এসকে রাসেল/আরএআর