সুনামগঞ্জের দিরাই উপজেলার চাপতির হাওরে বাঁধ ভেঙে পানি ঢোকার ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঈদসামগ্রী বিতরণ করেছে সুনামগঞ্জ র‌্যাব- ৯। বুধবার (২৭ এপ্রিল) সকালে চাপতির হাওর পাড়ের কালধর গ্রামের ক্ষতিগ্রস্ত ৭৫ জন মানুষের মাঝে এই সহায়তা প্রদান করা হয়।

সহায়তার মধ্যে ছিলো ৩ কেজি চাল, ১ কেজি আটা, ৫০০ গ্রাম চিনি, ৫০০ গ্রাম সয়াবিন তেল ও ২০০ গ্রাম সেমাই।

এ বিষয়ে সুনামগঞ্জ র‌্যাব- ৯ এর উপপরিচালক লেফটেন্যান্ট কমান্ডার সিঞ্চন আহমদ ঢাকা পোস্টকে বলেন, চাপতির হাওরের অনেক মানুষ ফসল হারিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন। সামনে ঈদ। বছরের একমাত্র ফসল হারিয়ে এ মানুষগুলো অসহায় হয়ে পড়েছে। এসব অসহায় মানুষদের পাশে দাঁড়াতেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। 

চাপতির হাওর পাড়ের কালধর গ্রামে প্রায় ৭৫ জন ক্ষতিগ্রস্ত মানুষকে এই সহায়তা দিয়েছি। এ ছাড়া শাল্লা উপজেলার ক্ষতিগ্রস্ত মানুষদের মাঝেও এই সহায়তা প্রদান করা হবে।

সাইদুর রহমান আসাদ/আরআই