পাটুরিয়ায় ঘরমুখো যাত্রীর চাপ নেই, চলছে ১৮ ফেরি
মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট এলাকায় যাত্রীবাহী বাস ও ঈদে ঘরমুখো যাত্রীদের কোনো চাপ নেই। ঘাট পার হতে আসা যাত্রী এবং ব্যক্তিগত ছোট গাড়ি ঘাট এলাকায় পৌঁছানো মাত্রই ফেরিতে উঠে পদ্মা পার হতে পারছে। বাস ও ছোট গাড়ির সংখ্যা কম থাকায় ঘাট এলাকায় আটকে থাকা সাধারণ পণ্যবাহী ট্রাক পারাপার করছে ফেরিঘাট কর্তৃপক্ষ।
বুধবার (২৭ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের পাটুরিয়া ফেরিঘাট এলাকায় এমন চিত্র দেখা গেছে। ঘাটের জিরো পয়েন্টে ১০ থেকে ১৫টি যাত্রীবাহী বাস এবং দুটি ট্রাক টার্মিনালে তিন শতাধিকের বেশি সাধারণ পণ্যবাহী ট্রাক নৌপথ পারাপারের অপেক্ষায় থাকতে দেখা গেছে।
বিজ্ঞাপন
ঘাট সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঈদে ঘরমুখো যাত্রী ও যানবাহন নিরাপদে নৌপথ পারাপারের জন্য ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বিআইডব্লিউটিসি। এছাড়াও জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ করতে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে।
স্বাভাবিক সময়ে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ দিয়ে গড়ে প্রতিদিন তিন থেকে সাড়ে চার হাজার যানবাহন পারাপার হলেও ঈদের সময় তা বেড়ে যায় কয়েকগুণ। ফলে অতিরিক্ত যানবাহনের চাপ সামাল দিতে হিমশিম খেতে হয় ঘাট কর্তৃপক্ষকে।
বিজ্ঞাপন
ঈদযাত্রায় এই নৌপথে যাত্রী ও যানবাহন পারাপারে ছোট বড় মিলে ২১টি ফেরি চলবে। ইতোমধ্যে দুটি ফেরি যুক্ত হয়েছে। তবে আজকে ১৮টি ফেরি চলাচল করছে। তিনটি ফেরি সাময়িক যান্ত্রিক ত্রুটির কারণে পাটুরিয়া ফেরিঘাটের ৫ নম্বর ঘাট পন্টুনে ভাসমান কারখানা মধুমতিতে মেরামতে রয়েছে। নৌপথে ফেরিগুলো স্বাভাবিকভাবে চলাচল করতে পারলে এবং মহাসড়কে যানজট পরিস্থিতি স্বাভাবিক রাখতে পারলে ঈদযাত্রায় ঘরমুখো মানুষদের তেমন ভোগান্তি হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কর্মকর্তারা।
ট্রাকচালক হালিম মিয়া বলেন, প্রায় দুই দিন ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় ছিলাম। সকালের দিকে বাসের চাপ ছিল, কিন্তু বাস কম বলে আমরা পদ্মা পার হতে পারছি। এই দুই দিন অনেক ভোগান্তি পোহাতে হয়েছে।
আরেক ট্রাকচালক বশির উদ্দিন বলেন, ‘ঘাট এলাকায় সারা বছরই আমাগো ভোগান্তিতে পড়তে হয়। তবে ঈদের আগে ও পরে ১০ দিন ট্রাক পারাপার বন্ধ থাকার বিষয়টি জেনে খুব চিন্তায় ছিলাম। গাড়ি নিয়া ঘাটে আটকা পড়লে তো বাড়িতে যাইয়া পরিবারের সঙ্গে এবারও ঈদ করতে পারমু না। তবে এহন আমি ট্রাক নিয়া ফেরিতে ওঠার জন্য সিরিয়ালে আছি। কিন্তু প্রচণ্ড গরমে প্রায় তিন দিন খুব কষ্ট করা লাগছে।’
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ঈদযাত্রায় ২১টি ফেরি চলাচল করবে। আজকে সকালের দিকে ঘাট এলাকায় যাত্রীবাহী বাস ও ছোট গাড়ির কিছুটা চাপ ছিল। তবে দুপুরের পর থেকে ঘাট এলাকায় এসব যানবাহনের চাপ কমে যাওয়ায় আটকে থাকা সাধারণ পণ্যবাহী ট্রাকগুলো সিরিয়াল অনুযায়ী পারাপার করা হচ্ছে। আজকে নৌপথে ১৮টি ফেরি চলাচল করছে এবং তিনটি ফেরি ঘাট এলাকায় ভাসমান কারখানায় সাময়িক মেরামতে রয়েছে।
সোহেল হোসেন/আরএআর