ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় একই দিনে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। বুধবার (২৭ এপ্রিল) উপজেলার পৃথক চার স্থানে এসব দুর্ঘটনা ঘটে।  

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেল ৫টার দিকে পৌরশহরের প্রাণিসম্পদ হাসপাতালের সামনে হেঁটে যাওয়ার সময় থ্রি হুইলার গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সালমউদ্দিন জাতরু (৮৩) নামে এক বৃদ্ধ আহত হন। পরে তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তিনি মারা যান। জাতরুর বাড়ি রাণীশংকৈল বিএন বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে।

এদিকে বলিদ্বারা হঠাৎপাড়া গ্রামের আব্দুর জব্বারের ছেলে লিটন আলী (২০) মঙ্গলবার সন্ধ্যায় বলিদ্বারা লোলদিঘি  স্থানে থ্রি হুইলারের ধাক্কায় আহত হয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বুধবার সকালে সেখানে মারা যান।

উপজেলার কাতিহার এলাকার সুভাস রায়ের ছেলে জিসান রায় (১৬) সন্ধ্যা ৭টার দিকে কাতিহার বিশমাইল এলাকায় মোটরসাইকেল নিয়ে একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে আহত হয়। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। 

একই দিন বিকেলে উপজেলার নেকমরদ নয়া মার্কেট এলাকায় বালিয়াডাঙ্গী উপজেলার করিয়া গ্রামের আব্দুস সালামের ৭ বছরের মেয়ে রাস্তা পারাপারের সময় মাহেন্দ্র-ট্রাকের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হয়। ঠাকুরগাঁও সদর হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। 

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাহিদ ইকবাল দুটি দুর্ঘটনা খবর নিশ্চিত করে ঢাকা পোস্টকে বলেন, উপজেলার কাতিহার বিশমাইল এলাকায় ও নেকমরদ নয়া মার্কেটে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।
মাহেন্দ্র ও ট্রাক জব্দ করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। 

এম এ সামাদ/এসপি