দগ্ধ গৃহবধূ কাকলী সাহাকে বাঁচানো গেল না
নিহত কাকলী সাহা
অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ফরিদপুরের বোয়ালমারীর গৃহবধূ কাকলী সাহা (৩৭) মারা গেছেন। বুধবার (২৭ এপ্রিল) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তার মৃত্যু হয়। এর আগে গত ১৫ এপ্রিল নিজ বাড়িতে গ্যাসের চুলার আগুনে দগ্ধ হয়েছিলেন তিনি।
নিহত কাকলী সাহা বোয়ালমারী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং বোয়লামারী নিউ মার্কেটে অবস্থিত লাবনী স্টোরের মালিক অলোক রায়ের স্ত্রী।
বিজ্ঞাপন
বোয়ালমারী পৌরসভার মেয়র সেলিম রেজা লিপন বলেন, কাকলী সাহা সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মৃত্যুবরণ করেছেন। দুপুরে তার মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়েছে। রাত ৮টার দিকে তার শেষকৃত্যের কাজ শুরু হয়েছে।
নিহত কাকলীর পারিবারিক সূত্রে জানা গেছে , গত ১৫ এপ্রিল বাড়িতে গ্যাসের চুলায় রান্না করছিলেন কাকলী সাহা। ওই সময় অসতর্কতায় গ্যাসের চুলার আগুন তার কাপড়ে ধরে যায়। এতে দগ্ধ হন তিনি। পরিবারের সদস্যরা তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠান। সেখানে ১২ দিন লাইফ সাপোর্ট থাকার পর বুধবার সকাল ৬টার দিকে মারা যান কাকলী।
বিজ্ঞাপন
জহির হোসেন/আরএআর