লক্ষ্মীপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে ৪৮ সংবাদপত্র এজেন্ট ও হকারদের মাঝে পাঞ্জাবিসহ ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৯ এপ্রিল) বিকেলে প্রেস ক্লাব প্রাঙ্গণে এসব উপহারসামগ্রী হকারদের হাতে তুলে দেওয়া হয়।

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাভেলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী জিয়াউল হক রুবেল।

প্রেস ক্লাব সূত্র জানায়, জেলার ৮ জন সংবাদপত্র এজেন্ট ও ৪০ জন হকারকে উপহার দেওয়া হয়েছে। 

এ সময় বক্তারা বলেন, সংবাদপত্রের সঙ্গে শুধু সাংবাদিকরাই সংশ্লিষ্ট নয়। সংবাদপত্র পাঠকের কাছে পৌঁছানোর গুরু দায়িত্ব পালন করেন হকার ও এজেন্টরা। আদর্শ সমাজ গঠনের ধারক সাংবাদিকদের পাশাপাশি হকারদের অবদানও কম নয়।

হাসান মাহমুদ শাকিল/আরআই