আগামী ১২ মে থেকে ১৪ মে পর্যন্ত তিন দিনের অবকাশ যাপনে রাঙামাটির পর্যটনকেন্দ্র সাজেক যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তবে এই সময় সাধারণ পর্যটকদের জন্য খোলা থাকবে রিসোর্ট-কটেজ।

শনিবার (৩০ এপ্রিল) রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, রাষ্ট্রপতির আগমন উপলক্ষে জেলা প্রশাসন সাজেকের কিছু রিসোর্ট বুকিং করেছে। মহামান্য রাষ্ট্রপতি এবং উনার সফরসঙ্গীরা সেখানে থাকবেন। বাকি রিসোর্ট ও কটেজগুলো সাধারণ পর্যটকদের জন্য উন্মুক্ত থাকবে। যেহেতু রাষ্ট্রপতি সাজেকে অবস্থান করবেন, তাই এ সময় পর্যটকদের বাড়তি নিরাপত্তার মধ্যে থাকতে হবে।

এর আগে গত বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে রাঙামাটি জেলা প্রশাসকসহ বাঘাইহাট সেনা জোন কমান্ডারের সমন্বয়ে সাজেকে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। একইদিন সাজেক রিসোর্ট মালিক সমিতির ফেসবুক পেজে জানানো হয়, মহামান্য রাষ্ট্রপতি আবদুল হামিদের সাজেক সফর উপলক্ষে আগামী ৯ মে থেকে ১৪ মে পর্যন্ত সাজেকের সকল রিসোর্ট বন্ধ থাকার সিদ্ধান্ত হয়েছে। পরবর্তীতে সিদ্ধান্তের ক্ষেত্রে কিছু পরিবর্তন আনা হয়।

মিশু মল্লিক/আরএআর