সুবর্ণচরে কার্ড বণ্টন নিয়ে আ.লীগের দুগ্রুপের সংঘর্ষ, আহত ১০
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় সরকারি চালের কার্ড বণ্টনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। রোববার (১ মে) দুপুরে চরবাটা ইউনিয়নের তোতার বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হতদরিদ্রদের জন্য সরকারি চালের কার্ড বণ্টন নিয়ে চরবাটা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আমিনুল ইসলাম রাজিব ও সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হোসেনের সমর্থকদের মধ্যে গত কয়েকদিন থেকে উওেজনা বিরাজ করছে।
বিজ্ঞাপন
এর জেরে আজ দুপুরে তোতার বাজারে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ৬টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ ঘটনায় আহতদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিজ্ঞাপন
এ বিষয়ে চরবাটা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আমিনুল ইসলাম রাজিব ঢাকা পোস্টকে বলেন, বর্তমান ইউনিয়ন পরিষদ ভবন সাবেক চেয়ারম্যানের বাড়ির সামনে। ইউপি অফিসের সামনে গেলে তারা অকথ্য ভাষায় গালাগালি করে। ইচ্ছাকৃতভাবে তারা এমন হামলা চালিয়েছে।
অভিযোগ অস্বীকার করে সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হোসেন ঢাকা পোস্টকে বলেন, দলীয় লোকদের কার্ড না দেওয়ায় এমন হয়েছে। যারা হামলা করেছে তারা আমার লোক না।
জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় ৯ জনকে আটক করা হয়েছে।
হাসিব আল আমিন/আরআই