ধর্মীয় ভাবগাম্ভীর্যে ব্রাহ্মণবাড়িয়ায় পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর
ধর্মীয় ভাবগাম্ভীর্য আর উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। মঙ্গলবার (৩ মে) সকাল ৮টায় জেলা শহরের কাজীপাড়াস্থ জেলা ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন জেলা জামে মসজিদের খতিব মাওলানা সিবগাতুল্লাহ নূর।
করোনা মহামারির কারণে গত দুই বছর জেলা ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি। ফলে এবার মাঠে নামাজ আদায় করতে পেরে খুশি মুসল্লিরা।
বিজ্ঞাপন
জামাতে নামাজ আদায় করেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী ও জেলা প্রশাসক মো. শাহগীর আলমসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ।
নামাজ শেষে দেশ-জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে মোনাজাত করা হয়।
বিজ্ঞাপন
জেলা ঈদগাহ মাঠ ছাড়াও শহরের লোকনাথ দিঘির ময়দান, সদর হাসপাতাল প্রাঙ্গণ ও শেরপুর ঈদগাহ মাঠসহ জেলার বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এ সব জামাতে নানা শ্রেণি-পেশার মানুষ নামাজ আদায় করেন।
আজিজুল সঞ্চয়/আরআই