সাতক্ষীরায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
সাতক্ষীরার আশাশুনিতে একসঙ্গে পানিতে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ মে) বিকেল ৩টার দিকে উপজেলার আনুলিয়া ইউনিয়নের উত্তর একসরা মালি বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত শিশু চাঁদনী আক্তার (৫) একসরা গ্রামের ইয়াছিন আলীর মেয়ে ও মেলু আক্তার (৬) একই গ্রামের মনি মালির মেয়ে। তারা প্রতিবেশী।
আনুলিয়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস বলেন, চাঁদনী ও মেলু দুই শিশু বাড়ির পাশের উঠানে খেলা করছিল। সবার অজান্তে এক সঙ্গে তারা পুকুরে পড়ে যায়। পরে পুকুর থেকে শিশু দুটির মৃতদেহ উদ্ধার করে তাদের স্বজনরা।
বিজ্ঞাপন
আনুলিয়া ইউনিয়নের থানা পুলিশের বিট অফিসার সাব ইন্সপেক্টর আমিনুর রহমান বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান জানিয়েছেন পানিতে ডুবে দুই শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে। আমি ঈদের ছুটিতে থাকায় বিস্তারিত জানতে পারিনি।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোমিনুল ইসলাম বলেন, ঘটনাটি আমাকে কেউ জানায়নি। বিস্তারিত খোঁজ নিচ্ছি।
বিজ্ঞাপন
আকরামুল ইসলাম/আইএসএইচ