অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষক নিহত
নিহত ইসমাইল হোসেন
পাবনার সদর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইসমাইল হোসেন (৩৮) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ মে) দুপুর ১২টার দিকে পাবনা-সুজানগর সড়কের খয়েরসূতি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইসমাইল হোসেন আটঘরিয়া উপজেলার উত্তরচক এলাকার আফাজ আলীর ছেলে। তিনি উত্তরচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করে পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আবুল কালাম আজাদ ঢাকা পোস্টকে জানান, ইসমাইল হোসেন মোটরসাইকেলযোগে তার শ্বশুরবাড়ি সুজানগর থেকে বাড়ি ফিরছিলেন। পথে খয়েরসূতি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা
বিজ্ঞাপন
রাকিব হাসনাত/আরএআর