মুক্তিযুদ্ধের সপক্ষে জ্বলে উঠুক ঢাকা পোস্ট
লক্ষ্মীপুর প্রেসক্লাবে ঢাকা পোস্টের উদ্বোধনী অনুষ্ঠানে কেক কাটছেন অতিথিরা
‘বাংলাদেশ স্বাধীন করার জন্য বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযোদ্ধারা পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। আজ মুক্তিযোদ্ধাদের পরেই সাংবাদিকরা রয়েছেন। সন্ত্রাসমুক্ত সমাজ ও দেশ গঠনে কলমযোদ্ধারাই এখন মুক্তিযোদ্ধাদের ভূমিকা পালন করছেন। সাংবাদিকরা অন্যায়ের বিরুদ্ধে তাদের কলম যেন না থামায়। দেশকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে ঢাকা পোস্ট বলিষ্ঠ ভূমিকা রাখবে। আর মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হয়ে জ্বলে উঠুক ঢাকা পোস্ট।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর প্রেসক্লাবে অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত বীর মুক্তিযোদ্ধারা এসব কথা বলেন।
বিজ্ঞাপন
বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম আলাউদ্দিন, বশির আহম্মদ, শামসুল ইসলাম চৌধুরী, তোফায়েল আহমেদ, আবু বকর ছিদ্দিক, শাহ আলম, আবদুল গফুর, আলী আকবর, কুদরত উল্যা, শহিদ উল্যা ও গোলাম হোসেন।
ঢাকা পোস্টের উদ্বোধনী অনুষ্ঠানে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলাল, সাংবাদিক কাজল কায়েস, জান্নাতুল ফেরদৌস নয়ন, সাইদুল ইসলাম পাবেল, মীর ফরহাদ হোসেন সুমন, শহিদুল ইসলাম, মামুনুর রশিদ, জামাল উদ্দিন রাফি, রুবেল হোসেন, সুমন দাস, আবদুল মাজেদ সফিক, জামাল উদ্দিন বাবলু, আলমগীর হোসেন, রাজীব হোসেন রাজু, নুর মোহাম্মদ, রাকিব হোসেন আপ্র, জুনাইদ আল হাবিব, আমজাদ হোসেন ও রবিন হোসেন তাসকিন।
বিজ্ঞাপন
বক্তব্যে সাংবাদিকরা বলেন, মূল ধারার গণমাধ্যম হিসেবে মুক্তিযুদ্ধের চেতনায় নিরপেক্ষতা নিয়ে ঢাকা পোস্ট এগিয়ে যাবে। টগবগে তারুণ্যদের নিয়ে গড়ে ওঠা ঢাকা পোস্ট মুক্তিযুদ্ধের চেতনা বহন করবে। সারা দেশের গণমানুষের গণমাধ্যম হয়ে টিকে থাকুক ঢাকা পোস্ট।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম ভুলু ও সাবেক সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল, লক্ষ্মীপুর বণিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।
রাজনীতিবীদরা বলেন, মুক্তিযোদ্ধাদের নিয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠান জানান দিচ্ছে ঢাকা পোস্ট ব্যতিক্রম গণমাধ্যম। উদ্বোধনী অনুষ্ঠানের মতো যেন ঢাকা পোস্ট সত্যের পক্ষে জ্বলে ওঠে। আশা করি, প্রতিটি বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে গণমানুষের গণমাধ্যম হিসেবে পরিচিত পাবে ঢাকা পোস্ট।
স্বেচ্ছাসেবী সংগঠকদের মধ্যে উপস্থিত ছিলেন ভাষার প্রদীপের প্রতিষ্ঠাতা ফাহাদ বিন বেলায়েত, সবুজ বাংলাদেশের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবু ও সংগঠক রিয়াদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন বিমা কর্মকর্তা কাজী নাঈম, ব্যবসায়ী রাকিব হোসেন, শিক্ষানবিশ আইনজীবী মো. আল-আমিন, চাকরিজীবী রুবেল হোসেন ও শিক্ষার্থী কামরুল হাসান ফাহাদ প্রমুখ।
ঢাকা পোস্টের লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি হাসান মাহমুদ শাকিলের সভাপতিত্ব ও প্রেসক্লাবের প্রচার সম্পাদক জহিরুল ইসলাম শিবলু অনুষ্ঠানের সঞ্চালনা করেন। এ সময় বীর মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম চৌধুরী তার লেখা লক্ষ্মীপুর জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস বইটি ঢাকা পোস্ট প্রতিনিধি হাসান মাহমুদ শাকিলকে উপহার দেন।
হাসান মাহমুদ শাকিল/এনএ