ভোলায় অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্ট-এর আনুষ্ঠানিক উদ্বোধন

আলোচনা সভা, র‌্যালি ও বর্ণাঢ্য আয়োজনে কেক কেটে ভোলায় অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্ট-এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় ভোলা প্রেসক্লাব মিলনায়তনে এর উদ্বোধন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সম্পাদক নজরুল ইসলাম গোলদার।

ভোলা প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক এম হাবিবুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন  জেলা আওয়ামী লীগের ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক মো. শফিকুল ইসলাম, ভোলা কমিউনিস্ট পার্টির সভাপতি ও সুজনের সম্পাদক মোবাশ্বের উল্লাহ চৌধুরী, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি ও সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আজিজুল ইসলাম, ভোলা গোয়েন্দা সংস্থার ডিআই ওয়ান মো. জাকির হোসেন। এতে স্বাগত বক্তব্য রাখেন অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্ট-এর জেলা প্রতিনিধি রাকিব উদ্দিন অমি।

চ্যানেল-২৪-এর জেলা প্রতিনিধি ও ভোলা রেড ক্রিসেন্ট সোসাইটির যুবপ্রধান আদিল হোসেন তপুর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি মোকাম্মেল হক মিলন, সময় টিভি ও সমকালের জেলা প্রতিনিধি নাসির লিটন, দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি মো. নেয়ামত উল্লাহ, দৈনিক দিনকালের জেলা প্রতিনিধি মো. মিজানুর রহমান, জিটিভি জেলা প্রতিনিধি এম হেলাল উদ্দিন, যমুনা টিভির জেলা প্রতিনিধি এইচএম জাকির, যায়যায়দিনের জেলা প্রতিনিধি মো. ফয়েজ উল্লাহ, দৈনিক মানবজমিনের জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ও দীপ্ত টিভির জেলা প্রতিনিধি আবিদুল আলম আবিদ, এটিএন বাংলার জেলা প্রতিনিধি মো. ছিদ্দিকুল্লাহ, ইলিয়াছ মিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কামাল হোসেন, দৈনিক আজকের ভোলার সহযোগী সম্পাদক এম শাহরিয়ার জিলন, বাংলা টিভি ও জাগো নিউজের জেলা প্রতিনিধি জুয়েল সাহা ও দৈনিক ভোলার বানীর স্টাফ রিপোর্টার মো. ইয়ামিন হাওলাদার।

আলোচনা সভা, র‌্যালি ও বর্ণাঢ্য আয়োজনে কেক কেটে ভোলায় অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্ট-এর আনুষ্ঠানিক উদ্বোধন

আলোচনা শেষে কেক কেটে ঢাকা পোস্ট-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর একটি বর্ণাঢ্য র‌্যালি প্রেসক্লাবের সামনে থেকে বের হয়ে জেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে।

অনুষ্ঠানে অতিথি নজরুল ইসলাম বলেন, সাংবাদিকতা মহৎ পেশা। এটি চ্যালেঞ্জিং পেশাও বটে। সাংবাদিকতা করতে অনেক পরিশ্রম ও মেধার পরিচয় দিতে হয়। সাংবাদিকরা গঠনমূলক লেখনির মাধ্যমে সমাজের চিত্র তুলে ধরেন। ‘সত্যের সাথে সন্ধি’ প্রতিপাদ্যকে সামনে রেখে অনলাইন নিউজ পোর্টাল ‘ঢাকা পোস্ট’ আনুষ্ঠানিক যাত্রা করেছে। অনলাইনটি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকতাকে বিকশিত করবে।

বিশেষ অতিথি শফিকুল ইসলাম বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। সাংবাদিকরা সমাজের অন্যায়, অনিয়ম ও অত্যাচারের চিত্র জাতির কাছে তুলে ধরবে। অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্ট নতুন আঙ্গিকে যাত্রা শুরু করেছে। সাদাকে সাদা আর কালোকে কালো বলুক ঢাকা পোস্ট। গঠনমূলক সংবাদ পরিবেশনের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করবে এই সংবাদ মাধ্যম, এটাই আমার প্রত্যাশা।

সভাপতির বক্তব্যে ভোলা প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ সাংবাদিকতার মাধ্যমে ঢাকা পোস্ট দেশের একটি শীর্ষ জনপ্রিয় অনলাইন হবে। আমি ঢাকা পোস্ট-এর সফলতা কামনা করছি।

রাকিব উদ্দিন অমি/এসপি