ঢাকা পোস্টের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে জামালপুরে র‌্যালি

‘সত্যের সাথে সন্ধি’স্লোগানকে সামনে রেখে যাত্রা শুরু করল অনলাইন নিউজ পোর্টাল ঢাকাপোস্ট.কম। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকালে র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে জামালপুরে আনুষ্ঠানিকভাবে এর যাত্রা শুরু হয়।

শহরের তমালতলা মোড় থেকে একটি র‌্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জামালপুর জেলা প্রেসক্লাব মিলনায়তনে গিয়ে শেষ হয়। জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি দৈনিক যায়যায়দিনের সাংবাদিক ইউসুফ আলীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এতে বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোকলেছুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক যমুনা টিভির স্টাফ রিপোর্টার শোয়েব হোসেন, বাংলাদেশ প্রতিদিন ও ডিবিসি নিউজের শুভ্র মেহেদী, বাংলাদেশ বেতার ও এসএটিভির ফজলে এলাহী মাকাম, ব্রহ্মপুত্র শিল্পীগোষ্ঠীর সভাপতি জাকিউল ইসলাম খান টিপু, জামালপুর জেলা স্কাউটের কোষাধ্যক্ষ মাসুদুল হাসান কালাম, পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)’র দপ্তর সম্পাদক তানভীর আজাদ মামুন, রক্তের বন্ধনের সভাপতি আসমাউল আসিফ ও ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি শান্ত রহমান। 

 ঢাকা পোস্টের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোকলেছুর রহমান

এ সময় বক্তারা বলেন, প্রযুক্তির এই যুগে তথ্যের জন্য অনলাইন নিউজ পোর্টাল খুবই নির্ভরযোগ্য গণমাধ্যম। অনলাইন নিউজ পোর্টালের কল্যাণে খুব দ্রুত যেহেতু মানুষের কাছে তথ্য পৌঁছে যায়, তাই সংবাদ প্রকাশের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে। দেশে প্রচলিত অন্যান্য নিউজ পোর্টাল থেকে ব্যতিক্রম ঢাকা পোস্টে ভিডিও কনটেন্ট ও সংবাদ থাকবে, এতে করে টেলিভিশন ও সংবাদপত্রের স্বাদ পাওয়া যাবে একই প্ল্যাটফর্মে। 

তাই গতানুগতিক ধারা থেকে বেরিয়ে সময়ের চাহিদা অনুযায়ী সংবাদ প্রকাশের মাধ্যমে অচিরেই ঢাকা পোস্ট শক্তিশালী একটি গণমাধ্যমে পরিণত হবে বলে প্রত্যাশা করেন বক্তারা। 

পরে সবাইকে নিয়ে কেক কাটেন অতিথিরা। অনুষ্ঠানে সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শান্ত রহমান/এসপি