বোতলের গায়ে লেখা দামে সয়াবিন তেলের বিক্রি নিশ্চিত করতে নোয়াখালীতে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শুক্রবার (১৩ মে) দুপুরে জেলার চৌমুহনী বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার মনিটরিং টিম এ অভিযান পরিচালনা করে। এ সময় বেগমগঞ্জ মডেল থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালী জেলা শাখার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া।

তিনি বলেন, চৌমুহনীর কালিতলা এবং ডিবি রোড এলাকায় ২৩৫০ লিটার বোতলজাত সয়াবিন তেল বেশি দামে বিক্রির আশায় মজুত করে রাখা হয়। এ কারণে বাজারে তেলের কৃত্রিম সংকট দেখা দেয়। আমরা অভিযান পরিচালনা করে ২৩৫০ লিটার সয়াবিন তেল উদ্ধার করি। পরে দাঁড়িয়ে থেকে তা ভোক্তাদের মাঝে ১৬০ টাকা লিটারে বিক্রি করার ব্যবস্থা করেছি।

মো. কাউছার মিয়া আরও বলেন, এ ঘটনায় দুটি প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার পাশাপাশি তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে। এ ছাড়া অভিযানকালে বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

এ বিষয়ে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান ঢাকা পোস্টকে বলেন, ভোজ্যতেলের কৃত্রিম সংকট তৈরি করে কেউ যেন স্বার্থ হাসিল করতে না পারে সেজন্য অভিযান পরিচালনা করা হচ্ছে। জেলা প্রশাসন এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে।

হাসিব আল আমিন/আরআই