ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একটি গুদামে সাড়ে ১১ হাজার লিটার খোলা সয়াবিন তেল মজুত রাখার দায়ে গুদাম মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৩ মে) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানা নাসরিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সরাইল উপজেলা সদরের বিকেলবাজারে বিসমিল্লাহ অয়েল ভান্ডারের গুদামে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় গুদামে মজুত করে রাখা সাড়ে ১১ হাজার লিটার খোলা সয়াবিন তেল দেখতে পান নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে অতিরিক্ত তেল মজুত করে রাখার দায়ে গুদাম মালিক রমজান মিয়াকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানা নাসরিন বলেন, অতিরিক্ত তেল মজুত করে রাখার দায়ে গুদাম মালিককে জরিমানা করে দ্রুত তেলগুলো বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে।

আজিজুল সঞ্চয়/আরএআর