সারাবিশ্বে পাঠকপ্রিয়তা অর্জন করুক ঢাকা পোস্ট
নাটোরে ঢাকা পোস্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুল | ছবি : ঢাকা পোস্ট
বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে নাটোরে অনলাইন নিউজপোর্টাল ঢাকাপোস্ট.কমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে নাটোর প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুল
তিনি বলেন, দেশের সীমানা ছাড়িয়ে সারাবিশ্বে পাঠকপ্রিয়তা অর্জন করুক ঢাকা পোস্ট। সত্য ও সুন্দরের পথে পথচলার মধ্য দিয়ে ঢাকা পোস্ট দায়িত্বশীল ভূমিকা পালন করবে। নিউজপোর্টালটি দেশের প্রতিটি এলাকার সমস্যা, সুযোগ ও সম্ভাবনা তুলে ধরে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সাহসী ভূমিকা পালন করবে।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে বিশেষ অতিথি নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী বলেন, মানুষের শেষ সংবাদের ভরসা হবে ঢাকা পোস্ট। আমি ঢাকা পোস্টের সাফল্য কামনা করি।
নাটোর এম কে অনার্স কলেজের অধ্যক্ষ এবং দুর্নীতি প্রতিরোধ কমিটি নাটোর জেলার সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, লেখনির মাধ্যমে ঢাকা পোস্ট তার অবস্থান জানান দিক, আমরা নিয়মিত পাঠক হয়ে উঠি। আমরা ঢাকা পোস্টের সাথেই থাকব।
বিজ্ঞাপন
দৈনিক নাটোরের খবরের সম্পাদক আকরামুল ইসলাম বলেন, দেশ ও মানুষের কল্যাণ চিন্তায় পথিকৃৎ হোক ঢাকা পোস্ট।
নাটোর প্রেসক্লাবের সাবেক সভাপতি রনেন রায় বলেন, ঢাকা পোস্ট আমাদের আশা-আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক হয়ে উঠুক।
নাটোর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দুলাল সরকার বলেন, সংবাদমাধ্যম ও সাংবাদিকদের মানের ক্ষেত্রে ঢাকা পোষ্ট কখনো যেন আপোষ না করে।
নাটোর প্রেসক্লাবের সহ-সভাপতি এ বি এম মোস্তফা খোকন বলেন, নিজস্ব মেধা ও মননে পাঠকের মন জয় করুক ঢাকা পোস্ট।
নাটোর প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিন সভাপতির বক্তব্যে বলেন, দেশে বিদ্যমান অসংখ্য সংবাদ মাধ্যমের ভিড়ে ঢাকা পোস্ট সৃজনশীলতা ও স্বকীয়তা দিয়ে নিজের অবস্থান তৈরি করে নিক।
নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ-আল-মামুন অনুষ্ঠানস্থলে ফুলের ডালি নিয়ে উপস্থিত হন এবং শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে ঢাকা পোস্টের নাটোর জেলা প্রতিনিধি তাপস কুমার স্বাগত বক্তব্য দেন। এ সময় অন্যান্যের মধ্যে দৈনিক দিনকালের নাটোর প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক এসএম মনজুল-উল-হাসান, যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার নাজমুল হাসান, গোলাম গাউস, আখলাক হোসেন লালসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে কেক কাটা হয় এবং অতিথিবৃন্দকে মিষ্টিমুখ করানো হয়। এর আগে বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ শেষে নাটোর প্রেসক্লাবে আলোচনা সভায় মিলিত হয়। নাটোর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফারাজী আহম্মদ রফিক বাবন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
তাপস কুমার/আরএআর