বরেন্দ্র প্রান্তের কণ্ঠস্বর হয়ে উঠুক ঢাকা পোস্ট
রাজশাহীতে ঢাকা পোস্টের উদ্বোধন উপলক্ষে র্যালি করা হয় | ছবি : ঢাকা পোস্ট
বরেন্দ্রখ্যাত রাজশাহী অঞ্চলের প্রান্তিক মানুষের কণ্ঠস্বর হয়ে উঠুক অনলাইন নিউজপোর্টাল ঢাকা পোস্ট। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকাপোস্ট.কম এর আনুষ্ঠানিক যাত্রা উপলক্ষে রাজশাহীতে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে এই প্রত্যাশা ব্যক্ত করেন অতিথিরা।
বেলা ১১টার দিকে রাজশাহী কলেজের রজনীকান্ত সেন মঞ্চে কেক কেটে ঢাকা পোস্টের আনুষ্ঠানিক যাত্রায় সামিল হন রাজশাহীর বিশিষ্টজনেরা। এর আগে রাজশাহী কলেজের প্রশাসন ভবনের সামনে থেকে র্যালি বের করা হয়। অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক ও রাজশাহীর গণমান্য ব্যক্তিরা অংশ নেন।
বিজ্ঞাপন
ঢাকা পোস্টের আনুষ্ঠানিক যাত্রায় অংশ নিয়ে রাজশাহী কলেজের সদ্যবিদায়ী অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান বলেন, দেশে অনেক অনলাইন নিউজপোর্টাল আছে। তবুও নতুন প্রত্যয়, অঙ্গীকার ও চ্যালেঞ্জ নিয়ে পথচলা শুরু করলো ঢাকা পোস্ট।
তিনি প্রত্যাশা করেন, সমাজের সব অনিয়ম-অসঙ্গতি তুলে ধরে সরকারকে সহায়তা করবে ঢাকা পোস্ট। সাংবাদিকতায় নির্ভিকতার জায়গায় যে চিড় ধরছে সেটি মুছে দিয়ে অন্যমাত্রায় পৌঁছে যাবে নিউজপোর্টালটি। বছর না যেতেই ঢাকা পোস্ট হয়ে উঠবে মানুষের পিপাসা-ক্ষুধা। গতানুগতিক খবর পরিবেশন না করে খবরের জগতে স্বকীয় ধারা তৈরি করে ঢাকা পোস্ট।
বিজ্ঞাপন
রাজশাহী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবদুল খালেক বলেন, শুধু খবর পরিবেশনই না, ঢাকা পোস্ট মানবিক কল্যাণে কাজ করবে। আমি আশাবাদী ঢাকা পোস্ট খুব শিগগিরই দেশের অনলাইন গণমাধ্যম জগতে গুরুত্বপূর্ণ স্থান দখল করবে। সত্যিকার অর্থে গণমানুষের মাধ্যম হয়ে উঠবে ঢাকা পোস্ট।
অনুষ্ঠানে অতিথি ছিলেন রাজশাহী সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জুবায়দা আয়েশা সিদ্দিকা। ঢাকা পোস্টের আনুষ্ঠানিক যাত্রায় শুভেচ্ছা জানান তিনি। তিনি বলেন, ঢাকার বাইরে বিশেষ করে উত্তরাঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সব সময় মিডিয়া ফোকাসের বাইরেই থেকেছে। আমাদের উন্নয়ন-অগ্রযাত্রা সবসময় সঠিকভাবে প্রকাশিত হয় না। ফলে সরকারের কাছে আমাদের অর্জনগুলো পৌঁছে না। আমাদের কিছু সমস্যা ও প্রতিবন্ধকতাও রয়েছে। সেগুলো অনেক সময় প্রতিফলিত হয় না গণমাধ্যমে। আমি আশা করি ঢাকা পোস্টে এই বিষয়গুলো প্রকাশ পাবে। তবেই আমরা প্রগতীর পথে এগিয়ে যেতে পারবো।
ঢাকা পোস্টের আনুষ্ঠানিক যাত্রায় এসে রাজশাহী কলেজের নবনির্মিত টেরাকোটা ঘুরে দেখেন রাজশাহীর প্রবীণ সাংবাদিক মুস্তাফিজুর রহমান খান আলম। সেখানেই কথা হয় ঢাকা পোস্টের সাথে। রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাবেক এই সভাপতি বলেন, বাঙালির সকল আন্দোলনের অংশ রাজশাহী কলেজ। এখানে আসলে বাংলাদেশের ইতিহাস জানতে পারবে মানুষ। জানতে পারবে, আসলে আমরা কোথা থেকে এসেছি। আস্থা তৈরি হবে।
তিনি বলেন, আমি চাই ঢাকা পোস্ট আমাদের এই সব অর্জন তুলে ধরবে। রাজশাহী কলেজর অর্জন তুলে ধরবে। সমৃদ্ধির অগ্রযাত্রায় দিকনির্দেশনা দেবে।
রাজশাহীর সামাজিক সংগঠন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সম্পাদক জামাত খান বলেন, শিক্ষা নগরীরখ্যাত রাজশাহীর শিক্ষা খুঁটিনাটি তুলে আনবে ঢাকা পোস্ট। যাতে সরকার রাজশাহী নগরীসহ এই অঞ্চলের শিক্ষার মানোন্নয়নে বিশেষ দৃষ্টি দেয়।
অনুষ্ঠানে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম বলেন, নতুন কিছু সৃষ্টি নতুন পথ দেখায়, নতুন পথ চলায় অনুপ্রাণিত করে। যখন নতুন মিডিয়ার আত্মপ্রকাশ ঘটে তখন নবীন-অভিজ্ঞ সংবাদকর্মী মিলে নতুন কিছু করার প্রয়াস পান। ঢাকা পোস্ট তেমনি একটি মিডিয়া হাউস তৈরি করেছে। যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে ঢাকা পোস্ট যাত্রা শুরু করলো সেটি আগামীর বাংলাদেশ বির্নিমাণে ভূমিকা রাখবে। ঢাকা পোস্টের সাথে সাধারণ মানুষ থাকবে, আমরাও আছি। আমাদের প্রত্যাশা-সাধারণ মানুষের কথা বলবে ঢাকা পোস্ট।
রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তানজিমুল হক বলেন, অনলাইন সাংবাদিকতা দেশের সাংবাদিকতায় নতুন মাত্রা যুক্ত করেছে। এরই মধ্যে অনলাইন সংবাদপত্র দেশে আলোড়ন সৃষ্টি করেছে এবং জনগণের গ্রহণযোগ্যতাও পেয়েছে। আমরা আরও একটা নতুন অনলাইন সংবাদপত্র পেলাম। যেখানে তরুণ ও উদ্যোমী সাংবাদিকরা যুক্ত আছেন। আমরা আশা করি, রাজশাহী অঞ্চলের সম্ভাবনা ও সঙ্কট তুলে ধরবে ঢাকা পোস্ট। তৃণমূলের খবরের পেছনের খবর তুলে আনবে।
ঢাকা পোস্টের রাজশাহীর স্টাফ রিপোর্টার ফেরদৌস সিদ্দিকীর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক (কলেজ) ড. আবু রেজা আজাদ, রাজশাহী সরকারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী এসএম এমদাদুল হক, রাজশাহী কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মনিরুল ইসলাম, রাজশাহী সরকারী মহিলা কলেজের প্রভাষক মোহায়মেনুল হক রিপন, দৈনিক আমাদের সময়ের রাজশাহী ব্যুরো প্রধান আমজাদ হোসেন শিমুল, যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার মওদুদ রানা, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার রাকিবুল হাসান রাজিব, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি সালমান শাকিল, সাধারণ সম্পাদক বেলাল হোসাইন বিপ্লব, রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি বাবর মাহমুদ, সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, সংগঠনটির বর্তমান সভাপতি এম ওবায়দুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে ঢাকা পোস্টের আনুষ্ঠানিক যাত্রায় শুভেচ্ছা জানিয়েছেন দৈনিক যুগান্তরের ব্যুরো প্রধান আনু মোস্তফা, প্রথম আলোর রাজশাহীর নিজস্ব প্রতিবেদক আবুল কালাম মুহম্মদ আজাদ, ডেইলি স্টারের রাজশাহীর নিজস্ব প্রতিবেদক আনোয়ার আলী হিমু, রাজশাহী সংবাদের সম্পাদক আহসান হাবিব অপু, বাংলানিউজের সিনিয়র করেসপন্ডেন্ট শরীফ সুমন, দৈনিক সংবাদের রাজশাহী প্রতিনিধি সুব্রত দাস প্রমুখ।
ফেরদৌস সিদ্দিকী/আরএআর