জাতিকে দুঃশাসন থেকে মুক্ত করতে বিএনপিকেই ভূমিকা রাখতে হবে
বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে। জাতিকে এই দুঃশাসন থেকে মুক্ত করতে বিএনপিকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বিএনপির নেতাকর্মীদেরকে চূড়ান্ত আন্দোলনের সর্বাত্মক প্রস্তুতি নিতে হবে। তাই এখন ঘরে বসে থাকার সময় নেই। অচিরেই চূড়ান্ত আন্দোলনের ডাক আসবে।
সেই আন্দোলনকে জীবন বাজী রেখে হলেও সফল করতে হবে। সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায় করতে হবে।
বিজ্ঞাপন
রোববার (১৫ মে) বিকেলে কিশোরগঞ্জ শহরের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান সংলগ্ন গরুর হাট মাঠে পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি এবং জনগণের চাওয়া একটাই, তা হলো- জনগণের অধিকার লুণ্ঠনকারী সরকারের পদত্যাগ এবং নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন। একথা যারা বুঝেও না বোঝার ভান করেন, তারা নিজেদের অপকর্ম আড়াল করতে আবোলতাবোল বলছেন।
বিজ্ঞাপন
সম্মেলনে এমরান সালেহ প্রিন্স আরও বলেন, নিজ দলের নেতাকর্মীদের দ্বারা অর্থ পাচারের কথা বলে এখন চাপে পড়ে অস্বীকার করছে। শুধু আওয়ামী লীগ নেতাকর্মী নয়, তাদের আত্মীয়, পরিজনরাও দুর্নীতি-লুটপাট করছে, অর্থ পাচার করেছে। আওয়ামী লীগ আপাদমস্তক দুর্নীতি-লুটপাটে ব্যাস্ত। ৩০ লাখ টাকার ঘড়ি, ৫/৭ লাখ টাকার স্যুট পরিধান করে যারা নিজেদের ধোয়া তুলসিপাতা মনে করেন, তারা জনগণকে বিভ্রান্ত করতে আষাঢ়ে গল্প বলছেন। শোনা যায় দুবাই-আমেরিকায় বিচার-তদন্ত হচ্ছে, এ বিষয়ে সরকারের বক্তব্য জাতি জানতে চায়।
কিশোরগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম আশফাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলন উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম।
বক্তব্য রাখেন- জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট রেজাউল করিম চুন্নু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সহ-সভাপতি লায়লা বেগম, রুহুল হোসাইন, জাহাঙ্গীর হোসেন মোল্লা, অ্যাডভোকেট শরীফুল ইসলাম, যুগ্ম সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া, নাজমুল আলম প্রমুখ।
এসকে রাসেল/আরআই