লালমনিরহাটে ঢাকা পোস্টের উদ্বোধনী আয়োজনে অতিথিরা  | ছবি : ঢাকা পোস্ট

তিস্তা-ধরলার সীমান্তবর্তী অনেক মানুষ এখনও অবহেলিত। তাদের জীবনচিত্র পাঠকের সামনে তুলে ধরতে হবে। প্রান্তিক জনগোষ্ঠীর কাছে যেন ঢাকা পোস্টের যোদ্ধারা পৌঁছায় সে লক্ষ্যে কাজ করতে হবে।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকালে লালমনিরহাটে অনলাইন নিউজ পোর্টাল ঢাকাপোস্ট.কম এর উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল ইসলাম এসব কথা বলেন।

তিনি বলেন, ঢাকা পোস্টকে সমাজের অসহায় গরিব দুস্থ মানুষের কথা তুলে ধরতে হবে। প্রতি বছরই বন্যায় চরাঞ্চলের বাসিন্দারা ক্ষতিগ্রস্ত হয়। এসব মানুষের কথা ঢাকা পোস্টের মাধ্যমে উঠে আসবে। এর মাধ্যমে প্রশাসনের নজরে আসবে তারা।

লালমনিরহাটে ঢাকা পোস্টের উদ্বোধন উপলক্ষে র‌্যালি বের করা হয়

সিনিয়র সাংবাদিক মোফাখখারুল ইসলাম মজনুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও সাহিত্যিক ফেরদৌসী বেগম বিউটি। 

ডিবিসি নিউজের লালমনিরহাট প্রতিনিধি মাজেদ মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিক কাজী আলতাফ, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম হেলাল, বৈশাখী টিভির তৌহিদুল ইসলাম লিটন, এনটিভির জেলা প্রতিনিধি হায়দার আলী বাবু, যমুনা টিভির আনিসুর রহমান, মানবকণ্ঠের আসাদুজ্জামান সাজু, বাংলা নিউজের খোরশেদ আলম সাগর, একাত্তর টিভির উত্তম রায়, গাজী টিভির আব্দুর রহমান আলতাব, মাই টিভির মাহফুজ সাজু, আরটিভির হাসানুল আজিজ, ইন্ডিপেন্ডেন্ট টিভির মাজহারুল ইসলাম বিপু, বাংলাদেশের আলোর সজিব আলম, দৈনিক সময়ের খবরের তন্ময় আহমেদ নয়ন, কালের কণ্ঠের উপজেলা প্রতিনিধি হাছান মাহমুদ, আমার সংবাদ এর সাজু মিয়া, আজিজুল ইসলাম বারী, স্থানীয় পত্রিকা লালমনি বার্তার সাংবাদিক হামিদুল ইসলাম, হাসানুজ্জামান হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

নিয়াজ আহমেদ সিপন/আরএআর/এসপি