শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগারে ঢাকা পোস্টের উদ্বোধনে কেক কাটছেন অতিথিরা

অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের যাত্রা শুরু হয়েছে। সত্যের সাথে সন্ধি স্লোগান ধারণ করে এই যাত্রা শুরু করেছে অনলাইন পোর্টালটি। এ উপলক্ষে সারাদেশের মতো সুনামগঞ্জে র‌্যালি ও কেক কেটে উদ্বোধনী যাত্রা শুরু করা হয়েছে। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগারে এই কর্মসূচি পালন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জসীম উদ্দিন, পৌর মেয়র নাদের বখত, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ দে, হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায়, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ কে এম মহিম।

এ সময় আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সচেতন নাগরিক কমিটির সহসভাপতি অ্যাডভোকেট খলিল রহমান, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন, মোহনা টিভির জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস তালুকদার, চ্যানেল ২৪-এর জেলা প্রতিনিধি অ্যাডভোকেট এ আর জুয়েল, দিগেন্দ্র বর্মণ সরকারি কলেজের প্রভাষক মো. মশিউর রহমান, চ্যানেল এস-এর জেলা প্রতিনিধি আকরাম উদ্দিন।

দৈনিক সুনামগঞ্জের খবরের অনলাইন সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুল আলম শাহীন, জেলা গণতান্ত্রিক আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনাম আহমদ, দৈনিক মুক্ত খবরের জেলা প্রতিনিধি সিরাজুল ইসলাম শ্যামল, দৈনিক আজকের বসুন্ধরার জেলা প্রতিনিধি মহিবুর রেজা টুনু, দৈনিক স্বাধীন বাংলার জেলা প্রতিনিধি বাবুল মিয়া, রঙ্গালয় থিয়েটার সুনামগঞ্জের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সুনামগঞ্জ ভয়েজ.কম-এর সম্পাদক হাবিবুর রহমান জাবেদ প্রমুখ।

হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায় বলেন, আজকে আমাদের আরেকটি সাথী ঢাকা পোস্ট উদ্বোধন হয়েছে। আমি বিশ্বাস করি, ঢাকা পোস্ট বাংলাদেশের সব খুঁটিনাটি বিষয় তুলে ধরবে। ঢাকা পোস্ট যেন সবার পথপ্রদর্শক হয়, সে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ দে বলেন, সারাদেশে প্রগতিশীল তরুণদের নিয়ে ঢাকা পোস্ট যাত্রা শুরু করেছে। বাংলাদেশের পক্ষে ও স্বাধীনতার সপক্ষে কাজ করছে তারা। এই গণমাধ্যম আমাদের নতুন কিছু দেবে। সমস্যার সঙ্গে নানা সম্ভাবনার খবর আমাদের কাছে পরিবেশন করবে।

পৌর মেয়র নাদের বখত বলেন, অন্যান্য গণমাধ্যম যে রকম আগে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করেছে, ঢাকা পোস্ট সে রকম বস্তুনিষ্ঠ সংবাদ আমাদের দেবে। তিনি ঢাকা পোস্টের জন্য শুভকামনা জানিয়েছেন।

অতিরিক্ত জেলা প্রশসক (রাজস্ব) মো. জসীম উদ্দিন বলেন, আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হচ্ছে ঢাকা পোস্ট। বর্তমানে প্রযুক্তির যুগে এটি আনন্দের আমাদের জন্য। মোবাইল খুললেই আমরা সারা বিশ্বের খবর দেখতে পাই। সেসবের সঙ্গে ঢাকা পোস্ট যুক্ত হয়ে গণমাধ্যমের নতুন মাত্রা যোগ করবে।

উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনা করেন ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি সাইদুর রহমান আসাদ। অনুষ্ঠান শেষে র‌্যালি বের করেন তারা। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।

সাইদুর রহমান আসাদ/এনএ