বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের লক্ষ্যে রাজবাড়ীতে ঢাকা পোস্টের উদ্বোধন
রাজবাড়ী শিল্পকলা একাডেমিতে কেক কেটে ঢাকা পোস্টের উদ্বোধন করেন অতিথিরা
‘সত্যের সাথে সন্ধি’ স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীতে অনলাইন নিউজপোর্টাল ‘ঢাকাপোস্ট.কম’ এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজবাড়ী শিল্পকলা একাডেমিতে কেক কেটে ঢাকা পোস্টের উদ্বোধন করেন রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইমদাদুল হক বিশ্বাস।
রাজবাড়ী প্রেসক্লাবের সদস্য ও বাংলাভিশনের জেলা প্রতিনিধি এম দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজবাড়ী প্রেসক্লাবের সেক্রেটারি ও স্থানীয় দৈনিক মাতৃকণ্ঠের সম্পাদক খোন্দকার আব্দুল মতিন, রাজবাড়ী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও পাংশা সরকারি কলেজের অধ্যক্ষ প্রবীণ সাংবাদিক এটিএম রফিক উদ্দীন, গোয়ালন্দ প্রেসক্লাবের সদস্য ও যুগান্তরের জেলা প্রতিনিধি হেলাল মাহমুদ, ডিবিসি নিউজ ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি দেবাশীষ বিশ্বাস প্রমুখ।
বিজ্ঞাপন
বার্তা২৪.কমের রাজবাড়ী প্রতিনিধি মো. সোহেল মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলার চেয়ারম্যান ইমদাদুল হক বিশ্বাস। তিনি বলেন, পত্রিকা পড়া একটি নেশা। আমি নিয়মিত অনলাইন নিউজপোর্টালগুলো দেখি। কারণ আমি এখানে তাৎক্ষণিক নিউজগুলো সবার আগে পাই।
তিনি আরও বলেন, আমি ইতোমধ্যেই ঢাকা পোস্ট সম্পর্কে জেনেছি। এ নিউজপোর্টালটি যারা পরিচালনা করছেন, তারাও অনেক মেধাবী ও স্বনামধন্য সাংবাদিক। বাংলাদেশে বেশ কয়েকটি পত্রিকা ও অনলাইন নিউজপোর্টাল ভালো করছে। ঢাকা পোস্ট ভালো করার প্রত্যয়ে যাত্রা শুরু করছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনায় এগিয়ে যাবে ঢাকা পোস্ট। তবে সাংবাদিকদের আরও বস্তুনিষ্ঠতার দিকে মনোযোগ দিতে হবে। দ্রুত সংবাদ পরিবেশন করতে গিয়ে যেন ভুল তথ্য না দেওয়া হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। এছাড়া রাজনৈতিক দুর্বৃত্তপনা ও দুর্নীতিসহ সমাজের বৈষম্য তুলে ধরতে হবে।
বিজ্ঞাপন
রাজবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও স্থানীয় দৈনিক মাতৃকণ্ঠের সম্পাদক ও প্রকাশক খোন্দকার আব্দুল মতিন বলেন, ঢাকা পোস্টের এ যাত্রায় আমি একাত্মতা ঘোষণা করছি। মাল্টিমিডিয়া অনলাইন নিউজপোর্টাল হিসেবে ঢাকা পোস্ট খুব শিগগিরই প্রথম সারির নিউজপোর্টালে নাম লেখাবে। কারণ আমি যতদূর জেনেছি এ নিউজপোর্টালে এক ঝাঁক তরুণ সংবাদকর্মী কাজ করছে। তরুণদের হাত ধরেই এ দেশ, এ সমাজ, এ নিউজপোর্টালটি এগিয়ে যাবে। আমি এ নিউজপোর্টালের ভবিষ্যত সফলতা কামনা করছি।
এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সংবাদকর্মী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে র্যালিটি বের হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সেটি পুনরায় শিল্পকলার সামনে এসে শেষ হয়। র্যালিতে রাজবাড়ী জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।
মীর সামসুজ্জামান/এসএসএইচ