কেক কেটে ঢাকা পোস্টের উদ্বোধন করেন অতিথিরা

পঞ্চগড়ে অনলাইন নিউজ পোর্টাল ঢাকাপোস্ট.কমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় জেলা সরকারি অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এরআগে জেলা সরকারি অডিটোরিয়াম চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভূমিজ কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভায় অতিথিরা কেক কেটে ঢাকা পোস্টের উদ্বোধন ঘোষণা করেন।

ঢাকা পোস্টের পঞ্চগড় প্রতিনিধি রনি মিয়াজীর সঞ্চালনায় ও জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহজালালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট।

ঢাকা পোস্টের উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

বিশেষ অতিথি ছিলেন পঞ্চগড় জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট সরকার রায়হানুল হক, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আবু তোয়াবুর রহমান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আল-তারিক, চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি হোসেন রায়হান।

আরও উপস্থিত ছিলেন নাট্যদল ভূমিজের সভাপতি সরকার হায়দার, জেলা টিভি সাংবাদিক ফোরামের সভাপতি ও ৭১ টিভির প্রতিনিধি রফিকুল ইসলাম, পঞ্চগড় প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও সময় টিভির প্রতিনিধি আব্দুর রহিম, ডিবিসির প্রতিনিধি লুৎফর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে অতিথিরা ঢাকাপোস্ট.কমের সফলতা করেন। এ সময় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী উপস্থিত ছিলেন।

রনি  মিয়াজী/এমএসআর