শরীয়তপুরে ঢাকা পোস্ট-এর উদ্বোধনী অনুষ্ঠান
শরীয়তপুরে কেক কেটে অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্ট-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু
বদলে যাচ্ছে পৃথিবী, বদলে যাচ্ছে সময়। এর সঙ্গে তাল মিলিয়ে বদলে যাচ্ছে সংবাদপত্রের ধরন। বিশ্ব এখন হাতের মুঠোয়। কারণ যুগটা অনলাইনের। এ অবস্থায় ‘সত্যের সাথে সন্ধি’ স্লোগানে আনুষ্ঠানিক যাত্রা শুরু হল অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্ট-এর। এ উপলক্ষে শরীয়তপুরে আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়। পরে কেক কেটে ঢাকা পোস্ট-এর উদ্বোধন করা হয়।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জেলার একটি রেস্টুরেন্টে আলোচনা সভার আয়োজন করা হয়। পরে কেক কেটে ঢাকা পোস্ট-এর উদ্বোধন করা হয়। এর আগে সকালে সদর উপজেলার গেটের সামনে থেকে র্যালি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বিজ্ঞাপন
ঢাকা পোস্ট-এর শরীয়তপুর জেলা প্রতিনিধি সৈয়দ মেহেদী হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক আব্দুল সামাদ তালুকদার, সহসভাপতি ও মানব জমিনের জেলা প্রতিনিধি খলিলুর রহমান, চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি মজিবুর রহমান, ইলেকট্রনিক জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এটিএন বাংলা, এটিএন নিউজ ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি রোকনুজ্জামান পারভেজ, সাধারণ সম্পাদক ও বাংলাভিশনের জেলা প্রতিনিধি শহিদুজ্জামান, এনটিভি ও কালের কণ্ঠের জেলা প্রতিনিধি আব্দুল আজিজ শিশির, প্রথম আলোর জেলা প্রতিনিধি সৎজিত ঘোষ ও যমুনা টিভির জেলা প্রতিনিধি কাজী মনিরুজ্জামান প্রমুখ।
অনুষ্ঠানে শরীয়তপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর ছামাদ বলেন, সমাজের দর্পণ হলেন সাংবাদিকেরা। তাদের মাধ্যমে মানুষ খুঁজে পায় আশা ও নির্ভরতা। অনলাইন গণমাধ্যমে যোগ হয়েছে ঢাকা পোস্ট। তাদের জন্য শুভকামনা। সামাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের কথা বলবে ঢাকা পোস্ট। তাদের সফলতা কামনা করছি আমি।
বিজ্ঞাপন
সৈয়দ মেহেদী হাসান/এএম