চাঁদপুর সদরে বালুবাহী ড্রাম্প ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। শুক্রবার (২০ মে) সকাল সাড়ে ৯টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের ঘোষের হাট এলাকার মিয়ার বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন ফাতেমা আলম (২৪), আব্দুল্লাহ (২৫)। তারা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নিতে হাজীগঞ্জ থেকে চাঁদপুরে যাচ্ছিলেন। এ ঘটনায় আহত দুজন হলেন আমেনা (২৫) ও তার বাবা ইয়াসিনসহ (৬৫) আহত হয়েছেন।

বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেন চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রশীদ।

স্থানীয়রা জানান, সরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নিতে চাঁদপুর সদরের আল-আমিন একাডেমী পরীক্ষা কেন্দ্রে আসছিলেন তিনজন। এ সময় বালুবোঝাই ড্রাম্প ট্রাকের সঙ্গে তাদের সিএনজি অটোকিশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ফাতেমা আলম নিহত হন। স্থানীয়রা গুরুতর আহত তিনজনকে চাঁদপুর সদর হাসপাতালে নিলে সেখানে আরেক পরীক্ষার্থী আব্দুল্লাহর মৃত্যু হয়। আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হয়েছে।

চাঁদপুর মডেল থানার ওসি বলেন, নিহতদের মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সিএনজি অটোরিকশা ও পিকআপের দুই চালক পলিয়ে গেছেন।

এনএ