বিয়ে ভাঙার খবর শুনে তরুণীর মৃত্যু
মৌলভীবাজারের কুলাউড়ায় বিয়ে ভাঙার খবর শুনে এক তরুণীর মৃত্যুর খবর পাওয়া গেছে। গত বুধবার রাতে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে ওই তরুণীর মৃত্যু হয়।
শুক্রবার (২০ মে) তরুণীকে দাফনের পর সকাল থেকেই কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের দক্ষিণ লালারচক গ্রামে নেমে আসে শোকের ছায়া।
বিজ্ঞাপন
মৃতের পরিবার সূত্রে জানা যায়, কুলাউড়া উপজেলার তেলিবিল এলাকার ফারুক মিয়ার ছেলে মুকিত মিয়ার সঙ্গে বৃহস্পতিবার (১৯ মে) ওই তরুণীর বিয়ের তারিখ ছিল। কিন্তু হঠাৎ বিয়েটা ভেঙে যায়। এতে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। বুধবার সন্ধ্যায় পরিবারের সঙ্গে কমলগঞ্জ উপজেলার শমসেরনগর বাজারে যান ওই তরুণী। সেখানে যাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
কুলাউড়া থানার উপ-পরিদর্শক শাহ আলম জানান, বুধবার সন্ধ্যায় পরিবারের সঙ্গে শমসেরনগর বাজারে যান ওই তরুণী। সেখানে যাওয়ার পর হঠাৎ তার শরীর খারাপ হয়। এ সময় তিনি পানি পান করতে চান। তখন তার মা দ্রুত গাড়ি থেকে নেমে একটি দোকান থেকে পানি কিনে দিলে খাওয়ার সাথে সাথে তার অবস্থার আরও অবনতি হয়। দ্রুত তাকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, বৃহস্পতিবার সকালে খবর পেয়ে নিহতের বাড়িতে পৌঁছে মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। ময়নাতদন্তে প্রতিবেদন পাওয়ার পর ওই তরুণীর মৃত্যুর কারণ জানা যাবে।
ওমর ফারুক নাঈম/এসকেডি