ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান রাজু

প্রকল্পের টাকা উত্তোলন ও সভাপতির স্বাক্ষর জাল করার অভিযোগ প্রমাণিত হওয়ায় সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান রাজুকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। গত ৪ ফেব্রুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আবু জাফর রিপন স্বাক্ষরিত পত্রে তাকে সাময়িক বহিষ্কার করা হয়।

পত্রে উল্লেখ করা হয়েছে, প্রকেল্পর কাজ শেষ না করে টিআর ৬৯ হাজার ৬৬৮ টাকার বিল উত্তোলন করেছেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান রাজু। প্রকল্পের সভাপতির স্বাক্ষর জালিয়াতি করা হয়েছে। স্থানীয় তদন্তে বিষয়টি প্রমাণিত হওয়ায় তাকে চেয়ারম্যান পদ থেকে সাময়িক বহিষ্কার করা হলো। পত্রের অনুলিপি জেলা প্রশাসক, তালা উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।

তালা উপজেলা নির্বাহী অফিসার মো.তারিফ উল হাসান বলেন, আমরা জেনেছি স্থানীয় সরকার মন্ত্রণালয় খলিলনগর ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান রাজুকে সাময়িক বহিষ্কার করেছে। অফিশিয়ালি চিঠি এখনও হাতে পাইনি। তবে ঘটনাটি জানার পর থকে চেয়ারম্যান রাজুকে তার কার্যক্রম থেকে বিরত রাখা হয়েছে।

আকরামুল ইসলাম/এসপি