সাভারে পাওয়া ম্যাকাউ গেল বন বিভাগের হেফাজতে
ঝড়ে উড়ে আসা একটি স্কারলেট ম্যাকাও পাখি ঢাকার সাভার থেকে উদ্ধার করেছে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ। বৃহস্পতিবার (২৬ মে) বিকেলে সাভারের নয়ারহাটের চকলর গ্রাম এলাকা থেকে সিটিস অ্যাপেনডিক্স-১ ভুক্ত এ পাখিটি উদ্ধার করা হয়েছে।
বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্য প্রাণী পরিদর্শক নিগার সুলতানা জানান, পাখিটি দুদিন আগে ঝড়ের মধ্যে আহত অবস্থায় নয়ারহাট বাজারে পাওয়া গিয়েছিল। পরে তা স্থানীয় হাবিবুর রহমান মেম্বারের হেফাজতে ছিল। এর বর্তমান বাজারমূল্য দুই-তিন লাখ টাকা।
বিজ্ঞাপন
পাখিটি একটি চক্র তার কাছ থেকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছিল। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ ও ঝগড়া সৃষ্টি হয়েছিল। পরে খবর পেয়ে বৃহস্পতিবার পাখিটি উদ্ধার করা হয়েছে।
পোষা পাখি ব্যবস্থাপনা ২০২০-এর আলোকে CITIES Appendix 1 ভুক্ত পাখিদের বন বিভাগ এনওসি দেয় না। কিন্তু প্রাণীটি কোথা থেকে সাভারে উড়ে এল, তা খতিয়ে দেখা হচ্ছে।
বিজ্ঞাপন
আহত পাখিটির চিকিৎসা ও প্রতিপালনের জন্য গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে পাঠানো হবে বলে জানান তিনি।
শিহাব খান/এনএ