ময়মনসিংহে হস্ত ও কুটির শিল্প মেলা শুরু
ময়মনসিংহ নগরীর টাউনহল মাঠে শুরু হয়েছে মাসব্যাপী তাঁত বস্ত্র, হস্ত ও কুটির শিল্প মেলা। ঐতিহ্যবাহী এ শিল্প বিকাশের লক্ষ্যে এ মেলার আয়োজন করেছে ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক)।
বৃহস্পতিবার (২৬ মে) বিকেলে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন সিটি মেয়র মো. ইকরামুল হক টিটু।
বিজ্ঞাপন
এ সময় মসিকের প্যানেল মেয়র-৩ সামীমা আক্তার, দ্য ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি শংকর সাহা, জেলা ছাত্রলীগের সভাপতি মো. আল আমিন, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর প্রমুখ উপস্থিত ছিলেন।
মেলায় বিভিন্ন ধরনের হস্ত ও কুটির শিল্প পণ্যের ৪০টি স্টল রয়েছে। স্টলে কুটির শিল্পের তৈরি বিভিন্ন পণ্য, দেশি তাঁতের শাড়ি, নারীদের থ্রি-পিস, ওড়না, হাতের তৈরি বিভিন্ন ভ্যানিটি ব্যাগ, ইমিটেশন ও কসমেটিক্সসামগ্রী, শিশুদের খেলনাসহ নানা রকমের খাদ্যসামগ্রী রয়েছে।
বিজ্ঞাপন
উবায়দুল হক/আরআই