রংপুর হাসপাতাল থেকে সাত দালাল গ্রেফতার
রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সাত দালাল গ্রেফতার
রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতাল থেকে সাত দালালকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের বিরুদ্ধে চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের জিম্মি করে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে।
রোববার (২০ ডিসেম্বর) দুপুরে রমেক হাসপাতালের জরুরি বিভাগসহ আশপাশের এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তম প্রসাদ পাঠক।
বিজ্ঞাপন
তিনি বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের কখনও জিম্মি করে, কখনও বিভ্রান্ত করে অর্থ আদায়সহ বিভিন্নভাবে হয়রানি করে আসছে দালাল চক্র। তাদের বিরুদ্ধে রোগীদের দেয়া অভিযোগের প্রেক্ষিতে গোয়েন্দা পুলিশ অভিযান চালায়।
অভিযানের সময় জরুরি বিভাগসহ হাসপাতালের প্রধান ফটকের সামন থেকে সাতজনকে গ্রেফতার করা হয়। তারা সেখানে চিকিৎসা নিতে আসা সেবাগ্রহীতাদের ও তাদের আত্মীয়-স্বজনদের বাধাপ্রদান, মারমুখী আচরণ এবং ভয়ভীতি দেখাচ্ছিলেন।
বিজ্ঞাপন
গ্রেফতারকৃতরা হলেন- হাজিরহাট এলাকার মৃত আক্তার হোসেনের ছেলে আবুল কাশেম (৫০), পরশুরাম থানার অকিবউদ্দিনের ছেলে মো. রফিক (৪১), হাজিরহাট থানার তফেল উদ্দীনের ছেলে আ. মন্নাফ (৩৫), কোতোয়ালি থানার মৃত আনচারউল্লার ছেলে দুলাল (৪৫), দিনাজপুরের মনছুর আলীর ছেলে খোরশেদ আলম (৬৭), ধাপ কাকলী লেন এলাকার মৃত এলাহীর ছেলে ইসরাফিল (৩২) এবং তারাগঞ্জের এলাহী বকশের ছেলে জাহেদুল ইসলাম (৪৫)।
গ্রেফতার দালাল চক্রের সদস্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তম প্রসাদ।
এএম